ads

Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Monday, September 2, 2013

7

এন্ড্রয়েডের মোবাইল এবং ট্যাবের সেরা পাচটি ব্রাউজার।

  • Monday, September 2, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই ভালো আছেন নিশ্চিই।যাই হোক আজকে আমরা আলোচনা করা আন্ড্রয়েডের জন্য সেরা পাচটি ব্রাউজার নিয়ে।এখনতো মোটামুটি প্রায় অনেকের হাতেই এন্ড্রয়েড সেট অথবা ট্যাব।এখন সেরা পাচটি এন্ড্রয়েড ট্যাবের ডাইরেক্ট গুগুল প্লে ডাউনলোড লিংক দেয়া হল।

    ডলপিন: ডলপিন ব্রাউজার এন্ড্রয়েডের অন্যতম একটি সেরা ব্রাউজার।এর কিছু বৈশিস্ঠ হচ্ছে:
    #ট্যাবযুক্ত ব্রাউজিং.
    #ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অন্য বন্ধুদের লিঙ্ক পাঠান.
    #ভয়েস অনুসন্ধান.
    #ঠারে সঙ্গে ন্যাভিগেশন.
    #এক্সটেনশান সমর্থন ব্যবস্থা.
    #গতি-ডায়াল.
    ডাউনলোড
    অপেরা ব্রাউজার:অপেরাতো এমনিতে একটা হিট ব্রাউজার সকল মোবাইলের জন্য।যাই হোক এর কিছু সুবিধা-
    #ডাউনলোড বন্ধ হয়ে গেলে আবার পুনরা ফেরা যাবে।
    #একটা স্মার্ট হোম পেইজ থাকে যাতে দরকারি সাইটগুলোর লিংক থাকে।
    ডাউনলোড
    গুগুল ক্রোম: গুগুল ক্রোম ও একটি অন্যতম ভাল ব্রাউজারের মধ্য একটি।এটিতে ব্রাউজিং করতে আরাম দায়ক মনে হয়।
    ডাউনলোড
    ফায়ারফক্স: ফায়ারফক্স সাধারনত কম্পিউটারের জন্য দারুন একটি ব্রাউজার এখন কিন্তু এন্ড্রয়েডের জন্য ও ফায়ারফক্স ব্রাউজার ভালো জনপ্রিয়তা নিয়ে এসেছে।
    ডাউনলোড
    UC ব্রাউজার : UC ব্রাউজার অন্যান্য মোবাইলের জন্য যেমন জনপ্রিয় তেমনিভাবে এন্ড্রয়েডের জন্য ও এখন জনপ্রিয় হয়ে উঠেছে।এটি ব্যাবহার করেও আপনার কাছে ভালো লাগতে পারে।
       ডাউনলোড
    মোবাইল রিভিউ ও সফট ডাউনলোড করার জন্য যেতে পারেন এখানে
    ফেইসবুকে আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন এখানে Facebook
    অবশেষে সবাই ভালো থাকবেন।
    Read more

    Sunday, August 11, 2013

    1

    চরম কিছু আন্ড্রয়েড Apps ডাইরেক্ট ডাউনলোড(mediafire) লিংক সহ বর্ণনা।

  • Sunday, August 11, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • ১| অ্যাডোবি পিডিএফ রিডার:-পিডিএফ রিডারের কাজ আমাদের মনে হয় জানা আছে এটা বিভিন্ন পিডিএফ ফাইল পড়তে সহযোগীতা করে।
    এর কিছু সুবিধা হচ্ছে কোন ফোল্ডারে পিডিএফ ফাইল আছে তা নিজেই খোঁজ করে নেয়।স্ক্রিন মোড (Screen Mode) পরিবর্তন করার সুবিধা আছে।
    
     ডাউনলোড (3.49 mb) 
    
    ২| উইনজিপ অ্যাপ(WinZip App) :- উনজিপের কাজ ও আমরা জানি এটা জিপ করা ফোল্ডারকে আনজিপ করে।এর কিছু সুবিধা হচ্ছে
     জিপ ফাইলে (Zip File) রক্ষিত ইমেজ, টেক্সট এবং ওয়েব ফাইলগুলো সরাসরি উইনজিপ অ্যাপে সিস্টেমে দেখতে পারবেন।
    এ্যানক্রিপ্টেড জিপ ফাইলগুলোও খুলতে পার।
    
     ডাউনলোড (1.13mb)
    
     ৩| আন্ড্রয়েড ব্রাউজার Boat GO Mini :- ব্রাউজারটির অনেক সুবিধা আছে অনেকটা অপেরা মিনির মত।আপেরা মিনির মত কম ডাটা ও কাটে।
    ওয়াপ সাইটগুলো দেখতে পারে।শক্তিশালী ডাউনলোড ম্যানেজার ও আছে।
    
     ডাউনলোড (282 kb)
    
     ৪| আন্ড্রয়েড ক্লিন মাস্টার :- ক্লিন মাস্টারটি আপনার সেটটিকে সব সময় রাখবে ক্লিন এবং যাতে আপনার র‍্যামের গতি বৃদ্বি পাবে।
    তাছাড়া আরো অনেক সুবিধা রয়েছে।
    
     ডাউনলোড(1.81 mb) 
    অবশেষে বলবো সবাই ভালো থাকেন।
    আরো কিছু আন্ড্রয়েড অ্যাপসের জন্য যেতে পারেন এখানে  
    Read more

    Saturday, July 27, 2013

    1

    অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষার ১০ উপায়

  • Saturday, July 27, 2013
  • bdsolve
  • স্মার্টফোন ব্যবহারকারীদের বেশকিছু নতুন সুবিধা এনেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তবে এর বেশকিছু নিরাপত্তা সমস্যার কথাও বলা হয়ে থাকে।
    মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) বেশকিছু নতুন সুবিধা এনেছে। কিন্তু এই অপারেটিং সিস্টেমটির নিরাপত্তা সমস্যাও কম নয়। প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারী চাইলেই সুরক্ষিত রাখতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি সুরক্ষিত রাখার দশ উপায় নিয়েই এবারের মেইনবোর্ড।
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার
    আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ক্ষমতা প্রায় একটি কম্পিউটারের সমান। কিন্তু এতেও রয়েছে বিভিন্ন দুর্বলতা। কম্পিউটারের মতো সহজেই স্মার্টফোনটি ভাইরাসের শিকার হতে পারে। এ জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন। ফলে অধিকাংশ ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে স্মার্টফোনটি।
    ডাউনলোড করুন নিরাপদ অ্যাপ্লিকেশন
    অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে অসংখ্য সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন। ব্যবহারকারী নিজের অজান্তেই অনেক ক্ষেত্রে ক্ষতিকর অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন। এ কারণে বিভিন্ন স্মার্টফোন নিরাপত্তা সংস্থা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে এর নির্মাতা ও প্রদানকারী সাইট সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন স্মার্টফোন ব্যবহারকারীদের।
    মুছে ফেলুন অপরিচিত এসএমএস
    অনেক স্মার্টফোন টেক্সট মেসেজ বা এসএমএস-এর মাধ্যমে ভাইরাস আক্রান্ত হয়। এমনও হতে পারে, আপনার স্মার্টফোনটিতে অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে যে, আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত। এ রকম মেসেজ খুললেই ভাইরাসে আক্রান্ত হতে পারে আপনার স্মার্টফোনটি। তাই সচেতন স্মার্টফোন ব্যবহারকারীর উচিত সন্দেহজনক টেক্সট মেসেজ এলেই তা মুছে ফেলা।
    সাবধান থাকুন
    অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় নিশ্চিত হয়ে নিন অ্যাপ্লিকেশনটির নির্মাতা সম্পর্কে। আপনার অ্যাপ্লিকেশনটি ‘পাইরেটেড’ কপি কি না তাও জেনে নিন। কারণ, এ রকম অ্যাপে থাকে স্মার্টফোনের জন্য ক্ষতিকর ম্যালওয়্যার। আর তাই সবসময় ব্যবহার করুন নিরাপদ অ্যাপ্লিকেশন।
    আপডেটেড রাখুন ওএস
    কিছুদিন পরপরই বের হচ্ছে আপডেটেড ওএস, যার মাধ্যমেও নিশ্চিত করতে পারেন আপনার স্মার্টফোনটির নিরাপত্তা। আপডেটেড ওএস সবসময় চেষ্টা করে স্মার্টফোনটিকে আরও সুরক্ষিত রাখার ও বিভিন্ন নতুন সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। সুতরাং ব্যবহারকারীদের উচিত অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন বের হলেই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করে নেওয়া।
    সাবধানে ব্যবহার করুন ‘ক্লাউড স্টোরেজ’
    অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্লাউড স্টোরেজ সুবিধাটি ব্যবহার করে সহজেই সংরক্ষণ করা যায় প্রয়োজনীয় তথ্য। তবে সেবাটি আরও সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ক্লাউড স্টোরেজ সেবাটির সঙ্গে একাধিক ফিচার ব্যবহার না করে পর্যাপ্ত ফাইল শেয়ার করার পরামর্শ দেন তারা।
    ডেটা ব্যাকআপ রাখুন
    যে কোনো সময় নষ্ট, চুরি অথবা হারিয়ে যেতে পারে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। সে ক্ষেত্রে আশঙ্কা রয়েছে আপনার মূল্যবান ও ব্যক্তিগত তথ্য হারিয়ে যাবার এবং অন্য কারও হাতে চলে যাওয়ার। এ ঝামেলা থেকে বাঁচার জন্য ব্যবহার করুন ব্যাকআপ। ফলে ফিরে পাবেন আপনার দরকারি তথ্যগুলো। আর যদি আপনার ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়, তাহলে ‘রিমোট-ওয়াইপ ফিচার’ ব্যবহার করে মুছে ফেলা যাবে ব্যক্তিগত তথ্য। এতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। সুতরাং ব্যবহার করুন ফিচারটি এবং নিরাপদ রাখুন আপনার ফোন।
    আর্থিক লেনদেনে সাবধান
    স্মার্টফোন নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে লেনদেন না করার পরামর্শই দিয়েছেন। এতে করে ক্রেডিট কার্ডভিত্তিক ডেটা বেহাত হওয়ার আশঙ্কা থাকে। তারা জানিয়েছেন, ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সহজ হলেও বেশ ঝুঁকিপূর্ণ।
    এনক্রিপ্ট করুন ডেটা
    এনক্রিপশন বলতে বুঝায় ডেটাকে গোপন কোডে পরিণত করা। এনক্রিপশন ব্যবহার করে মেশিন চালানো খুবই গুরুত্বপূর্ণ। এনক্রিপশন ব্যবহার করে ডেটার নিরাপত্তা বাড়ানো সম্ভব হয়। এনক্রিপটেড ডেটাতে প্রবেশ করতে পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। অ্যান্ড্রয়েড ফোনে সুবিধাটির জন্য সেটিংস থেকে সিকিউরিটি অপশন সিলেক্ট করে এনক্রিপ্ট চালু করতে পারবেন ব্যবহারকারী।
    চালু করুন পাসকোড
    অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন পাসকোড অথবা প্যাটার্ন লক। আপনার পাসকোড যদি সংখ্যামূলক হয়, তবে কোডটিকে চার ডিজিটের বেশি রাখুন। আকারে বড় এবং জটিল পাসকোড ব্যবহার করা বেশি নিরাপদ। পাসকোড বা প্যাটার্ন লকের মাধ্যমে নিরাপদ রাখুন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি।
    Read more