ads

Showing posts with label Pc Help. Show all posts
Showing posts with label Pc Help. Show all posts

Sunday, December 22, 2013

4

মাএ ৫ সেকেন্ডে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন কোন ধরনের সফটওয়ার এবং ঝামেলা ছাড়া

  • Sunday, December 22, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আমার আজকের টিউনটি হয়তো বেশি বড় হবে না কিন্তু আপনার সামান্য হলেও কাজে দিবে।আমরা প্রতিনিয়তই ইউটিউবে যেতে বিভিন্ন ধরনের কাজে যেমন গান শুনা ছবি দেখা টিউটোরিয়াল দেখা।অনেক সময় কিছু কিছু বার বার দেখতে হয়।সেই ভিডিও গুলা ডাউনলোড করে রাখতে হয়।আর এই ডাউনলোড করতে গেলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় আমার অনেকে সফটওয়ার দিয়ে ডাউনলোড করে।কিন্তু আজকে আমি খুব একটা শর্টকার্ট একটা পদ্বতি দিবো যেটা দিয়ে আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে ডাউনলোড করুন
    ১) প্রথমে আপনি ইউটিউবে যাবেন আর যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটা ওপেন করবেন
    ২)এবার আপনি এড্রেসবারে দেখুন youtube.com/kdkdjdjfdkjfdk(Example) এবং এড্রেসবারে youtube লেখার আগে ss যোগ করুন

    ৩) তারপর ইন্টার বাটনে ক্লিক করুন
    ৪)ইন্টার বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন নতুন একটা পেইজ খুলছে সেখানে আপনি ভিডিও ফরমেট ক্লিক করে ডাউনলোড করুন
    সবাই ভালো থাকবেন।পরবর্তিতে অন্য কিছু নিয়ে আসবো আপনাদের জন্য।
    আপনার আন্ড্রয়েড জন্য পেইড এপস ও গেমস গুলো ফ্রিতে ডাউনলোড করুন এখানে
    Read more

    Sunday, September 1, 2013

    4

    উইন্ডোজের গোপন সুবিধাগুলো জেনে নিই বিস্তারিত

  • Sunday, September 1, 2013
  • Tohidul Islam Khan Chowdhury

  • Read more

    Wednesday, August 28, 2013

    5

    ল্যাপটপ ব্যবহারের ২৬ টি কার্যকারী টিপস

  • Wednesday, August 28, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • ল্যাপটপ সাধারনত দুই ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক। যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন।  আর অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্স ভাল থাকবে।
    http://i.i.cbsi.com/cnwk.1d/i/tim/2013/01/04/Lenovo_Yoga_13_flipping.jpg
    ল্যাপটপ ব্যবহারের টিপসঃ

    • ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।
    • ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
    • মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
    • ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
    • দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
    • হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়।
    • এয়ার ভেন্টের পথ খোলা রাখুন ও সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ রাখুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
    • শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
    • ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
    • হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
    • অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
    • মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
    • আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
    http://cdn1.mos.techradar.futurecdn.net//art/laptops/Sony/Sony%20Vaio%20Duo%2011/Sony%20Vaio%20Duo%2011%20front-580-100.jpg
    • ল্যাপটপ এর উপর ময়লা পরলে তা পরিষ্কার করা যেই কাজটা আমরা অনেকেই করি না। আর অবশ্যই সঠিক পরিস্কারক দ্রব্য ব্যবহার করা উচিত।
    • ল্যাপটপের কি বোর্ড ও মাউস এর পরিবর্তে এক্সটারনাল কি বোর্ড ও মাউস ব্যবহার করা। এতে করে ল্যাপটপের কিবোর্ড এবং মাউস প্যাড ভাল থাকবে দীর্ঘ দিন।
    •  ল্যাপটপে বেশি গ্রাফিক্সের গেমস না খেলা, এতে করে ল্যাপটপ খুবই উত্তপ্ত হয়ে যায় যা ভেতরের অন্যান্য যন্ত্রপাতির জন্য ক্ষতিকারক।
    •  ল্যাপটপে যথা সম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করা উচিত।
    • ল্যাপটপ য়থা সম্ভব কম সময়ের জন্য চালানো উচিৎ।
    • সরাসরি তাপ থেকে ল্যাপটপ দূরে রাখা উচিত।
    • ল্যাপটপ বেশিক্ষণ কোলের ওপর রেখে ব্যবহার করা উচিত নয়। কিছুদিন আগে একদল গবেষক ল্যাপটপ ব্যবহারকারীর মাঝে এক জরিপ চালিয়ে দেখেছেন, যারা কোলের ওপর রেখে অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। 
    http://news.cnet.com/i/bto/20080806/Apple_MacBook_black_540x320.jpg
    •  ল্যাপটপে বিল্ট-ইন কিছু ডিভাইস আছে যেমন : ব্লু-টুথ, ওয়াই-ফাই, ইনফ্রারেড ইত্যাদি। প্রয়োজন না থাকলে ল্যাপটপ ব্যবহারের সময় এসব ডিভাইস বন্ধ করে রাখুন। এতে ব্যাটারির শক্তি খরচ কম হবে। 
    • ল্যাপটপ বহনে ল্যাপটপের জন্য বিশেষভাবে তৈরি ব্যাগ ব্যবহার করুন। এসব ব্যাগ ল্যাপটপকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া ভ্রমণে ল্যাপটপ বহন করার জন্য কাঁধে ঝুলানোর সুবিধাযুক্ত ব্যাগ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বহনে সুবিধার পাশাপাশি আরেকটি সুবিধা হলো, বাইরে থেকে বোঝাই যাবে না যে আপনি ল্যাপটপ বহন করছেন। তাই ছিনতাইকারীর দৃষ্টি থেকে রক্ষা পেতে পারেন। 
    • ল্যাপটপে গেম খেলা বা কোনো কিছু টাইপ করার জন্য এক্সটার্নাল কি-বোর্ড এবং মাউস ব্যবহার করুন। কারণ, এসব ক্ষেত্রে বেশি ব্যবহারে ল্যাপটপের টাচ প্যাড এবং কি-বোর্ডের আয়ু কমে যেতে পারে। 
    • ঘরে বা বাইরে বিদ্যুত্ ব্যবহারের সুবিধা আছে এমন স্থানে সরাসরি বিদ্যুত্ ব্যবহারের মাধ্যমে ল্যাপটপ চালান। ল্যাপটপের ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু আছে। একটি নির্দিষ্ট সংখ্যক বার চার্জ হওয়ার পর এই ব্যাটারিটি নষ্ট অর্থাত্ ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
    • ল্যাপটপের এয়ার ভেন্টটি নিয়মিত পরিষ্কার করুন। কারণ এয়ার ভেন্ট বন্ধ হয়ে গেলে প্রচুর তাপ উত্পন্ন হবে, যা ল্যাপটপের জন্য ক্ষতিকর। খাবার ও পানীয় থেকে ল্যাপটপ দূরে রাখুন। না হলে অসাবধানতাবশত ল্যাপটপের ওপর পানি পড়ে নষ্ট হয়ে যেতে পারে। 
    • ল্যাপটপ ডেস্কটপের মতো একটানা ব্যবহার করা ঠিক নয়। বেশ কয়েক ঘণ্টা ব্যবহার করার পর ল্যাপটপ কিছু সময় বন্ধ রাখা উচিত। আপনার চোখের সুবিধার জন্য স্ক্রিনের লাইট আপনার চোখের সঙ্গে মানানসই করে রাখুন। মনে রাখবেন, এমন হাই কালার দিয়ে রাখবেন না যেটি আপনার চোখের সহ্যের বাইরে। প্রয়োজনে ঋষীঁ নামের একটি জনপ্রিয় সফটওয়্যার দিয়ে এ কাজটি স্বয়ংক্রিয়ভাবে করতে পারেন।
    Read more

    Saturday, August 24, 2013

    5

    পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোড

  • Saturday, August 24, 2013
  • Tohidul Islam Khan Chowdhury

  • প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।
    1. Proxyfier
    2. Reconnect
    প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু  সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।
    Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।

    এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।


    এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
    এবার Proxyfier ওপেন  করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।

    এবার নিচের চিত্রের ন্যয় করুন।


    হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
    এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
    এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।



    কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।
    ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।
    Read more

    Tuesday, August 20, 2013

    0

    সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড দিন ।

  • Tuesday, August 20, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • সফটওয়্যার ছাড়া ফোল্ডারে কিভাবে পাসওয়ার্ড দেয়া নিম্নে সেটা আলোচনা করেছি।
    Folder Lock
    ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি যে ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই ফোল্ডারের ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন । এবার Send to অপশনের Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এতে ফোল্ডারটি Zip Folder-এ রুপান্তরিত হবে । এখন এই Zip Folder-এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এখন নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে যেকোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং password ও confirm password-এ একই গোপন নম্বর দিয়ে ok করুন । তারপর ফোল্ডার ওপেন করে দেখুন আপনার password সেট হয়ে গেছে ।
    Read more

    Sunday, August 18, 2013

    1

    অপ্রয়োজনীয় ফাইল মুছে কম্পিউটার এর গতি বৃদ্ধি করুন! !

  • Sunday, August 18, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • speed

    আমরা কমপিউটার চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ কিছু ফাইল তৈরি করে,যা পরবর্তীতে উইন্ডোজের আর প্রয়োজন হয় না এবং ওই সব অপ্রয়োজনীয় ফাইলের জন্য উইন্ডোজ স্লো হয়ে যায়।তাই কমপিউটারের গতি বাড়ানোর জন্য ওই সব ফাইল মুছে ফেলা দরকার।কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরন করে আপনি ওই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন।
    ধাপগুলো হলো-
    ১.My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।
    ২.Event Viewer-এ ক্লিক করে Expand করে Application-এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্রট মেনু হতে Clear All Eventsঅপশন সিলেক্ট করুন।সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একইভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো Clear করুন।
    ৩.এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box-এ %Temp% লিখে Enter করুন।সব সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৪.একইভাবে Start > Run > Temp > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৫.একইভাবে Start > Run > Temp > Recent > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৬.একইভাবে Start > Run > Temp > Prefetch > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৭.একইভাবে Start > Run > Tree > Enter।
    এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটা বেড়েছে।
    Read more

    Wednesday, July 31, 2013

    1

    ডেস্কটপ/ল্যাপটপে সহজে বানিয়ে ফেলুন একটি ওয়াই-ফাই জোন(১০০% পরীক্ষিত+স্ক্রীন শর্ট)

  • Wednesday, July 31, 2013
  • bdsolve
  • শর্তঃ-

    ১|যদি আপনার ডেস্কটপ হয়,তাহলে প্রথমে ওয়াই-ফাই কার্ড এবং ড্রাইভার সহ ইন্সটল দিন।ইন্সটল শেষ হলে চোখ বন্ধ করে রি-স্টার্ট দিন।
    ২|যদি আপনার ল্যাপটপ হয়,তাহলে যাচাই করে নিন ওয়াই-ফাই এনাবল কি না। বর্তমানে যেসব ল্যাপটপ বাজারে আসচ্ছে সব গুলোতে ওয়াই-ফাই আছে।

    ধাপ সমূহঃ-

    ১| প্রথমে MyPublicWiFi (1.06 mb)  নামের এই ছোট্ট সফটওয়ারটি ডাঊনলোড দিন। [ এখান থেকে ]
    ২| তারপর WinRar আথবা অন্য কোন কম্প্রসার সফটওয়ার দিয়ে এক্সট্রাক্ট করুন। [ Extract Password: 14194 ]
    ৩|তারপর সফটওয়ার টির উপর ডাবল ক্লিক মারুন এবং নেক্সট করতে থাকেন,আবশেষে ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন।

    ৪|আপনার ডেস্কটপ/ল্যাপটপের ওয়াই-ফাই কানেকশনটি চালু করুন।

    ৫। এবার সফটওয়ার টি রান করুন। Network Name বক্সটিতে যেই নামটি দিবেন,সেই নামটি হবে ওয়াই-ফাই জোনের নাম।এখানে আপনি ইচ্ছা মত নাম ব্যাবহার করতে পারবেন।যেমন আমি দিয়েছি Acer-Wifi
    ৬। Network Key বক্সে আপনি ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করতে পারবেন।যদি ফাঁকা রাখেন তাহলে ক্লায়েন্টের কাছে কোন পাসওয়ার্ড চাইবেনা।
    ৭। Enable Internet sharing ঘরে টিক দিন এবং আপনি কোন ইন্টারনেট কানেকশনটি শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।

    ৮|এবার নিচে অবস্থিত Start Hotspot এ ক্লিক করুন।দেখবেন কয়েক সেকেন্ডে আপনার ডেস্কটপ/ল্যাপটপ ওয়াই-ফাই জোনে পরিনত হয়েছে।

    ৯|সর্বশেষে একটি ওয়াই-ফাই এনাবল মোবাইল বা ল্যাপটপে যাচাই করে দেখবেন,আপনার ওয়াই-ফাই জোনটি প্রদর্শিত হবে।
    ১০|দেখেন এই খানে কাজ হয়েছে এবং সাথে internet acces লেখা আসচ্ছে।এবার মজা করে হারিয়ে যান ওয়াই-ফাই এর দেশে।
    -->
    Read more