ads

Wednesday, August 28, 2013

5

ল্যাপটপ ব্যবহারের ২৬ টি কার্যকারী টিপস

  • Wednesday, August 28, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • ল্যাপটপ সাধারনত দুই ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক। যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন।  আর অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্স ভাল থাকবে।
    http://i.i.cbsi.com/cnwk.1d/i/tim/2013/01/04/Lenovo_Yoga_13_flipping.jpg
    ল্যাপটপ ব্যবহারের টিপসঃ

    • ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।
    • ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
    • মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
    • ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
    • দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
    • হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়।
    • এয়ার ভেন্টের পথ খোলা রাখুন ও সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ রাখুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
    • শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
    • ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
    • হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
    • অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
    • মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
    • আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
    http://cdn1.mos.techradar.futurecdn.net//art/laptops/Sony/Sony%20Vaio%20Duo%2011/Sony%20Vaio%20Duo%2011%20front-580-100.jpg
    • ল্যাপটপ এর উপর ময়লা পরলে তা পরিষ্কার করা যেই কাজটা আমরা অনেকেই করি না। আর অবশ্যই সঠিক পরিস্কারক দ্রব্য ব্যবহার করা উচিত।
    • ল্যাপটপের কি বোর্ড ও মাউস এর পরিবর্তে এক্সটারনাল কি বোর্ড ও মাউস ব্যবহার করা। এতে করে ল্যাপটপের কিবোর্ড এবং মাউস প্যাড ভাল থাকবে দীর্ঘ দিন।
    •  ল্যাপটপে বেশি গ্রাফিক্সের গেমস না খেলা, এতে করে ল্যাপটপ খুবই উত্তপ্ত হয়ে যায় যা ভেতরের অন্যান্য যন্ত্রপাতির জন্য ক্ষতিকারক।
    •  ল্যাপটপে যথা সম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করা উচিত।
    • ল্যাপটপ য়থা সম্ভব কম সময়ের জন্য চালানো উচিৎ।
    • সরাসরি তাপ থেকে ল্যাপটপ দূরে রাখা উচিত।
    • ল্যাপটপ বেশিক্ষণ কোলের ওপর রেখে ব্যবহার করা উচিত নয়। কিছুদিন আগে একদল গবেষক ল্যাপটপ ব্যবহারকারীর মাঝে এক জরিপ চালিয়ে দেখেছেন, যারা কোলের ওপর রেখে অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। 
    http://news.cnet.com/i/bto/20080806/Apple_MacBook_black_540x320.jpg
    •  ল্যাপটপে বিল্ট-ইন কিছু ডিভাইস আছে যেমন : ব্লু-টুথ, ওয়াই-ফাই, ইনফ্রারেড ইত্যাদি। প্রয়োজন না থাকলে ল্যাপটপ ব্যবহারের সময় এসব ডিভাইস বন্ধ করে রাখুন। এতে ব্যাটারির শক্তি খরচ কম হবে। 
    • ল্যাপটপ বহনে ল্যাপটপের জন্য বিশেষভাবে তৈরি ব্যাগ ব্যবহার করুন। এসব ব্যাগ ল্যাপটপকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া ভ্রমণে ল্যাপটপ বহন করার জন্য কাঁধে ঝুলানোর সুবিধাযুক্ত ব্যাগ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বহনে সুবিধার পাশাপাশি আরেকটি সুবিধা হলো, বাইরে থেকে বোঝাই যাবে না যে আপনি ল্যাপটপ বহন করছেন। তাই ছিনতাইকারীর দৃষ্টি থেকে রক্ষা পেতে পারেন। 
    • ল্যাপটপে গেম খেলা বা কোনো কিছু টাইপ করার জন্য এক্সটার্নাল কি-বোর্ড এবং মাউস ব্যবহার করুন। কারণ, এসব ক্ষেত্রে বেশি ব্যবহারে ল্যাপটপের টাচ প্যাড এবং কি-বোর্ডের আয়ু কমে যেতে পারে। 
    • ঘরে বা বাইরে বিদ্যুত্ ব্যবহারের সুবিধা আছে এমন স্থানে সরাসরি বিদ্যুত্ ব্যবহারের মাধ্যমে ল্যাপটপ চালান। ল্যাপটপের ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু আছে। একটি নির্দিষ্ট সংখ্যক বার চার্জ হওয়ার পর এই ব্যাটারিটি নষ্ট অর্থাত্ ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
    • ল্যাপটপের এয়ার ভেন্টটি নিয়মিত পরিষ্কার করুন। কারণ এয়ার ভেন্ট বন্ধ হয়ে গেলে প্রচুর তাপ উত্পন্ন হবে, যা ল্যাপটপের জন্য ক্ষতিকর। খাবার ও পানীয় থেকে ল্যাপটপ দূরে রাখুন। না হলে অসাবধানতাবশত ল্যাপটপের ওপর পানি পড়ে নষ্ট হয়ে যেতে পারে। 
    • ল্যাপটপ ডেস্কটপের মতো একটানা ব্যবহার করা ঠিক নয়। বেশ কয়েক ঘণ্টা ব্যবহার করার পর ল্যাপটপ কিছু সময় বন্ধ রাখা উচিত। আপনার চোখের সুবিধার জন্য স্ক্রিনের লাইট আপনার চোখের সঙ্গে মানানসই করে রাখুন। মনে রাখবেন, এমন হাই কালার দিয়ে রাখবেন না যেটি আপনার চোখের সহ্যের বাইরে। প্রয়োজনে ঋষীঁ নামের একটি জনপ্রিয় সফটওয়্যার দিয়ে এ কাজটি স্বয়ংক্রিয়ভাবে করতে পারেন।
    Read more

    Saturday, August 24, 2013

    5

    পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোড

  • Saturday, August 24, 2013
  • Tohidul Islam Khan Chowdhury

  • প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।
    1. Proxyfier
    2. Reconnect
    প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু  সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।
    Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।

    এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।


    এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
    এবার Proxyfier ওপেন  করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।

    এবার নিচের চিত্রের ন্যয় করুন।


    হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
    এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
    এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।



    কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।
    ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।
    Read more

    Tuesday, August 20, 2013

    0

    জুতা যোগাবে বিদ্যুত, চলবে সেল ফোন, ট্যাবলেট পিসিসহ বহনযোগ্য যন্ত্র

  • Tuesday, August 20, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • জুতা থেকে বিদ্যুত উতপাদনের পদ্ধতি বের করেছেন চার ছাত্র। তাদের আবিষ্কৃত জুতা পায়ে হাঁটলে আরামে কেবল পথ চলাই হবে না বরং প্রতি পদক্ষেপে বিদ্যুতও উদপাদিত হবে। এ বিদ্যুত দিয়ে অনায়াসে সেল ফোন, ট্যাবলেট পিসির মতো বহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতির শক্তি যোগানো যাবে।
    NS
    তবে এখানেই থেমে যায়নি আমেরিকার হিউস্টনের রাইস বিশ্ববিদ্যালয়ের যন্ত্র-প্রকৌশলী বিভাগের এই চার ছাত্র। তারা বলছেন, এ জুতার কল্যাণে ভবিষ্যতে জীবন রক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিরও শক্তি যোগান সম্ভব হবে। টেক্সাস মেডিক্যাল সেন্টারের অন লাইন সংবাদে এ খবর প্রকাশিত হয়েছে।
    এ চার ছাত্রের নাম হলো, ক্যারিয়োস আর্মাডা, জুলিয়ান কাস্ত্রো, ডেভিড মোরিল্লা এবং টেইলার ওয়েস্ট। এর আগে জুতা থেকে বিদ্যুত তৈরির চেষ্টা হয়েছে এবং এ জন্য হাঁটুর গতিকে ব্যবহার করা হয়েছে। কিন্তু এ চার ছাত্র এর বদলে পাকে বেছে নেন। তারা দেখতে পান হাঁটার সময় সবচেয়ে শক্তি প্রয়োগ করা হয় পায়ের গোড়ালিতে। সুতরাং বিদ্যুত তৈরির জন্য পায়ের এ অংশকেই বেছে নিলেন তারা। বিদ্যুত তৈরির যন্ত্র বসালেন জুতার গোড়ালিতে।
    এ ভাবে তৈরি হলো পেডআইপাওয়ার নামের বিদ্যুত উতপন্নকারী জুতা। ৪০০ মিলিওয়াট বিদ্যুত উতপন্ন করে এ জুতা। এ বিদ্যুত তার দিয়ে কোমরে বাধা ব্যাটারি প্যাকে জমা হতে থাকে।
    অবশ্য এখনো এ জুতার সব সমস্যার সমাধান হয়ে যায়নি। পরীক্ষামূলক জুতাটি আকারে বেশ বড়। প্রতিদিন পরে ঘোরাফেরা করা যাবে না।
    এ ছাত্ররা মনে করছেন, একই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি দল আগামী শরতকালে তাদের প্রকল্প হিসেবে এ জুতাকে বেছে নিবেন এবং জুতার সব সমস্যার সমাধান করবে। একই সঙ্গে এ জুতা আটপৌরে কাজের উপযোগী হয়ে উঠবে আর তৈরি হবে বাণিজ্যিক ভাবে।

    Read more
    0

    সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড দিন ।

  • Tohidul Islam Khan Chowdhury
  • সফটওয়্যার ছাড়া ফোল্ডারে কিভাবে পাসওয়ার্ড দেয়া নিম্নে সেটা আলোচনা করেছি।
    Folder Lock
    ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি যে ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই ফোল্ডারের ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন । এবার Send to অপশনের Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এতে ফোল্ডারটি Zip Folder-এ রুপান্তরিত হবে । এখন এই Zip Folder-এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এখন নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে যেকোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং password ও confirm password-এ একই গোপন নম্বর দিয়ে ok করুন । তারপর ফোল্ডার ওপেন করে দেখুন আপনার password সেট হয়ে গেছে ।
    Read more

    Sunday, August 18, 2013

    1

    অপ্রয়োজনীয় ফাইল মুছে কম্পিউটার এর গতি বৃদ্ধি করুন! !

  • Sunday, August 18, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • speed

    আমরা কমপিউটার চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ কিছু ফাইল তৈরি করে,যা পরবর্তীতে উইন্ডোজের আর প্রয়োজন হয় না এবং ওই সব অপ্রয়োজনীয় ফাইলের জন্য উইন্ডোজ স্লো হয়ে যায়।তাই কমপিউটারের গতি বাড়ানোর জন্য ওই সব ফাইল মুছে ফেলা দরকার।কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরন করে আপনি ওই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন।
    ধাপগুলো হলো-
    ১.My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।
    ২.Event Viewer-এ ক্লিক করে Expand করে Application-এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্রট মেনু হতে Clear All Eventsঅপশন সিলেক্ট করুন।সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একইভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো Clear করুন।
    ৩.এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box-এ %Temp% লিখে Enter করুন।সব সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৪.একইভাবে Start > Run > Temp > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৫.একইভাবে Start > Run > Temp > Recent > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৬.একইভাবে Start > Run > Temp > Prefetch > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৭.একইভাবে Start > Run > Tree > Enter।
    এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটা বেড়েছে।
    Read more

    Sunday, August 11, 2013

    1

    চরম কিছু আন্ড্রয়েড Apps ডাইরেক্ট ডাউনলোড(mediafire) লিংক সহ বর্ণনা।

  • Sunday, August 11, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • ১| অ্যাডোবি পিডিএফ রিডার:-পিডিএফ রিডারের কাজ আমাদের মনে হয় জানা আছে এটা বিভিন্ন পিডিএফ ফাইল পড়তে সহযোগীতা করে।
    এর কিছু সুবিধা হচ্ছে কোন ফোল্ডারে পিডিএফ ফাইল আছে তা নিজেই খোঁজ করে নেয়।স্ক্রিন মোড (Screen Mode) পরিবর্তন করার সুবিধা আছে।
    
     ডাউনলোড (3.49 mb) 
    
    ২| উইনজিপ অ্যাপ(WinZip App) :- উনজিপের কাজ ও আমরা জানি এটা জিপ করা ফোল্ডারকে আনজিপ করে।এর কিছু সুবিধা হচ্ছে
     জিপ ফাইলে (Zip File) রক্ষিত ইমেজ, টেক্সট এবং ওয়েব ফাইলগুলো সরাসরি উইনজিপ অ্যাপে সিস্টেমে দেখতে পারবেন।
    এ্যানক্রিপ্টেড জিপ ফাইলগুলোও খুলতে পার।
    
     ডাউনলোড (1.13mb)
    
     ৩| আন্ড্রয়েড ব্রাউজার Boat GO Mini :- ব্রাউজারটির অনেক সুবিধা আছে অনেকটা অপেরা মিনির মত।আপেরা মিনির মত কম ডাটা ও কাটে।
    ওয়াপ সাইটগুলো দেখতে পারে।শক্তিশালী ডাউনলোড ম্যানেজার ও আছে।
    
     ডাউনলোড (282 kb)
    
     ৪| আন্ড্রয়েড ক্লিন মাস্টার :- ক্লিন মাস্টারটি আপনার সেটটিকে সব সময় রাখবে ক্লিন এবং যাতে আপনার র‍্যামের গতি বৃদ্বি পাবে।
    তাছাড়া আরো অনেক সুবিধা রয়েছে।
    
     ডাউনলোড(1.81 mb) 
    অবশেষে বলবো সবাই ভালো থাকেন।
    আরো কিছু আন্ড্রয়েড অ্যাপসের জন্য যেতে পারেন এখানে  
    Read more

    Wednesday, July 31, 2013

    1

    ডেস্কটপ/ল্যাপটপে সহজে বানিয়ে ফেলুন একটি ওয়াই-ফাই জোন(১০০% পরীক্ষিত+স্ক্রীন শর্ট)

  • Wednesday, July 31, 2013
  • bdsolve
  • শর্তঃ-

    ১|যদি আপনার ডেস্কটপ হয়,তাহলে প্রথমে ওয়াই-ফাই কার্ড এবং ড্রাইভার সহ ইন্সটল দিন।ইন্সটল শেষ হলে চোখ বন্ধ করে রি-স্টার্ট দিন।
    ২|যদি আপনার ল্যাপটপ হয়,তাহলে যাচাই করে নিন ওয়াই-ফাই এনাবল কি না। বর্তমানে যেসব ল্যাপটপ বাজারে আসচ্ছে সব গুলোতে ওয়াই-ফাই আছে।

    ধাপ সমূহঃ-

    ১| প্রথমে MyPublicWiFi (1.06 mb)  নামের এই ছোট্ট সফটওয়ারটি ডাঊনলোড দিন। [ এখান থেকে ]
    ২| তারপর WinRar আথবা অন্য কোন কম্প্রসার সফটওয়ার দিয়ে এক্সট্রাক্ট করুন। [ Extract Password: 14194 ]
    ৩|তারপর সফটওয়ার টির উপর ডাবল ক্লিক মারুন এবং নেক্সট করতে থাকেন,আবশেষে ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন।

    ৪|আপনার ডেস্কটপ/ল্যাপটপের ওয়াই-ফাই কানেকশনটি চালু করুন।

    ৫। এবার সফটওয়ার টি রান করুন। Network Name বক্সটিতে যেই নামটি দিবেন,সেই নামটি হবে ওয়াই-ফাই জোনের নাম।এখানে আপনি ইচ্ছা মত নাম ব্যাবহার করতে পারবেন।যেমন আমি দিয়েছি Acer-Wifi
    ৬। Network Key বক্সে আপনি ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করতে পারবেন।যদি ফাঁকা রাখেন তাহলে ক্লায়েন্টের কাছে কোন পাসওয়ার্ড চাইবেনা।
    ৭। Enable Internet sharing ঘরে টিক দিন এবং আপনি কোন ইন্টারনেট কানেকশনটি শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।

    ৮|এবার নিচে অবস্থিত Start Hotspot এ ক্লিক করুন।দেখবেন কয়েক সেকেন্ডে আপনার ডেস্কটপ/ল্যাপটপ ওয়াই-ফাই জোনে পরিনত হয়েছে।

    ৯|সর্বশেষে একটি ওয়াই-ফাই এনাবল মোবাইল বা ল্যাপটপে যাচাই করে দেখবেন,আপনার ওয়াই-ফাই জোনটি প্রদর্শিত হবে।
    ১০|দেখেন এই খানে কাজ হয়েছে এবং সাথে internet acces লেখা আসচ্ছে।এবার মজা করে হারিয়ে যান ওয়াই-ফাই এর দেশে।
    -->
    Read more

    Saturday, July 27, 2013

    1

    অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষার ১০ উপায়

  • Saturday, July 27, 2013
  • bdsolve
  • স্মার্টফোন ব্যবহারকারীদের বেশকিছু নতুন সুবিধা এনেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তবে এর বেশকিছু নিরাপত্তা সমস্যার কথাও বলা হয়ে থাকে।
    মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) বেশকিছু নতুন সুবিধা এনেছে। কিন্তু এই অপারেটিং সিস্টেমটির নিরাপত্তা সমস্যাও কম নয়। প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারী চাইলেই সুরক্ষিত রাখতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি সুরক্ষিত রাখার দশ উপায় নিয়েই এবারের মেইনবোর্ড।
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার
    আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ক্ষমতা প্রায় একটি কম্পিউটারের সমান। কিন্তু এতেও রয়েছে বিভিন্ন দুর্বলতা। কম্পিউটারের মতো সহজেই স্মার্টফোনটি ভাইরাসের শিকার হতে পারে। এ জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন। ফলে অধিকাংশ ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে স্মার্টফোনটি।
    ডাউনলোড করুন নিরাপদ অ্যাপ্লিকেশন
    অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে অসংখ্য সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন। ব্যবহারকারী নিজের অজান্তেই অনেক ক্ষেত্রে ক্ষতিকর অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন। এ কারণে বিভিন্ন স্মার্টফোন নিরাপত্তা সংস্থা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে এর নির্মাতা ও প্রদানকারী সাইট সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন স্মার্টফোন ব্যবহারকারীদের।
    মুছে ফেলুন অপরিচিত এসএমএস
    অনেক স্মার্টফোন টেক্সট মেসেজ বা এসএমএস-এর মাধ্যমে ভাইরাস আক্রান্ত হয়। এমনও হতে পারে, আপনার স্মার্টফোনটিতে অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে যে, আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত। এ রকম মেসেজ খুললেই ভাইরাসে আক্রান্ত হতে পারে আপনার স্মার্টফোনটি। তাই সচেতন স্মার্টফোন ব্যবহারকারীর উচিত সন্দেহজনক টেক্সট মেসেজ এলেই তা মুছে ফেলা।
    সাবধান থাকুন
    অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় নিশ্চিত হয়ে নিন অ্যাপ্লিকেশনটির নির্মাতা সম্পর্কে। আপনার অ্যাপ্লিকেশনটি ‘পাইরেটেড’ কপি কি না তাও জেনে নিন। কারণ, এ রকম অ্যাপে থাকে স্মার্টফোনের জন্য ক্ষতিকর ম্যালওয়্যার। আর তাই সবসময় ব্যবহার করুন নিরাপদ অ্যাপ্লিকেশন।
    আপডেটেড রাখুন ওএস
    কিছুদিন পরপরই বের হচ্ছে আপডেটেড ওএস, যার মাধ্যমেও নিশ্চিত করতে পারেন আপনার স্মার্টফোনটির নিরাপত্তা। আপডেটেড ওএস সবসময় চেষ্টা করে স্মার্টফোনটিকে আরও সুরক্ষিত রাখার ও বিভিন্ন নতুন সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। সুতরাং ব্যবহারকারীদের উচিত অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন বের হলেই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করে নেওয়া।
    সাবধানে ব্যবহার করুন ‘ক্লাউড স্টোরেজ’
    অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্লাউড স্টোরেজ সুবিধাটি ব্যবহার করে সহজেই সংরক্ষণ করা যায় প্রয়োজনীয় তথ্য। তবে সেবাটি আরও সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ক্লাউড স্টোরেজ সেবাটির সঙ্গে একাধিক ফিচার ব্যবহার না করে পর্যাপ্ত ফাইল শেয়ার করার পরামর্শ দেন তারা।
    ডেটা ব্যাকআপ রাখুন
    যে কোনো সময় নষ্ট, চুরি অথবা হারিয়ে যেতে পারে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। সে ক্ষেত্রে আশঙ্কা রয়েছে আপনার মূল্যবান ও ব্যক্তিগত তথ্য হারিয়ে যাবার এবং অন্য কারও হাতে চলে যাওয়ার। এ ঝামেলা থেকে বাঁচার জন্য ব্যবহার করুন ব্যাকআপ। ফলে ফিরে পাবেন আপনার দরকারি তথ্যগুলো। আর যদি আপনার ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়, তাহলে ‘রিমোট-ওয়াইপ ফিচার’ ব্যবহার করে মুছে ফেলা যাবে ব্যক্তিগত তথ্য। এতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। সুতরাং ব্যবহার করুন ফিচারটি এবং নিরাপদ রাখুন আপনার ফোন।
    আর্থিক লেনদেনে সাবধান
    স্মার্টফোন নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে লেনদেন না করার পরামর্শই দিয়েছেন। এতে করে ক্রেডিট কার্ডভিত্তিক ডেটা বেহাত হওয়ার আশঙ্কা থাকে। তারা জানিয়েছেন, ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সহজ হলেও বেশ ঝুঁকিপূর্ণ।
    এনক্রিপ্ট করুন ডেটা
    এনক্রিপশন বলতে বুঝায় ডেটাকে গোপন কোডে পরিণত করা। এনক্রিপশন ব্যবহার করে মেশিন চালানো খুবই গুরুত্বপূর্ণ। এনক্রিপশন ব্যবহার করে ডেটার নিরাপত্তা বাড়ানো সম্ভব হয়। এনক্রিপটেড ডেটাতে প্রবেশ করতে পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। অ্যান্ড্রয়েড ফোনে সুবিধাটির জন্য সেটিংস থেকে সিকিউরিটি অপশন সিলেক্ট করে এনক্রিপ্ট চালু করতে পারবেন ব্যবহারকারী।
    চালু করুন পাসকোড
    অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন পাসকোড অথবা প্যাটার্ন লক। আপনার পাসকোড যদি সংখ্যামূলক হয়, তবে কোডটিকে চার ডিজিটের বেশি রাখুন। আকারে বড় এবং জটিল পাসকোড ব্যবহার করা বেশি নিরাপদ। পাসকোড বা প্যাটার্ন লকের মাধ্যমে নিরাপদ রাখুন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি।
    Read more
    1

    সেরা কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট

  • bdsolve
  • ট্যাবলেট মধ্যম ও কম বাজেটের হওয়ায় অ্যান্ড্রয়েড সহজেই ব্যবহারকারীর হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এ সময়ের উল্লেখযোগ্য কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে এ ফিচার।

    ট্যাবলেট ডিভাইস এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েড ট্যাবলেট ক্রমশ ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। এর প্রধান কারণ, অ্যান্ড্রয়েড ট্যাবলেট মধ্যম ও কম বাজেটের হওয়ায় সহজেই তা ব্যবহারকারীর হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এ সময়ের উল্লেখযোগ্য কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে জিডিনেট অবলম্বনে এ ফিচার।
    গুগল নেক্সাস ৭
    এটি গুগলের হাত দিয়ে বাজারে আসা প্রথম নেক্সাস ব্রান্ডের ট্যাবলেট। এর হার্ডওয়্যার নির্মাণ করেছে আসুস। এতে রয়েছে ১২৮০ বাই ৮০০ রেজুলিউশনসমৃদ্ধ সাত ইঞ্চি স্ক্রিন, এনভিডিয়া টেগরা থ্রি কোয়াড-কোর প্রসেসর, ১৬ গিগাবাইট অথবা ৩২ গিগাবাইট স্টোরেজ এবং ১.২ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। এতে হার্ডওয়্যারের সঙ্গে তাল মিলিয়ে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন। গুগলের ট্যাবলেট হিসেবে সফটওয়্যার আপডেট করার নিশ্চয়তা পাওয়া যাবে। এতে ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি এবং অপশনাল হিসেবে সেলুলার সুবিধা রয়েছে। এই ট্যাবলেট ব্যাটারির সাহায্যে ১০ ঘণ্টা চালানো যায়। এর মূল্য ১৯৯ ডলার।
    গুগল নেক্সাস ১০
    গুগল নেক্সাস ৭ এর বড় সংস্করণ গুগল নেক্সাস ১০। এতে রয়েছে ২৫৬০ বাই ১৬০০ রেজুলিউশনসমৃদ্ধ ১০ ইঞ্চি স্ক্রিন, ডুয়াল কোর এআরএম কর্টেক্স এ১৫ প্রসেসর, কোয়াড কোর মালি টি৬০৪ গ্রাফিক্স প্রসেসর, ১৬ গিগাবাইট অথবা ৩২ গিগাবাইট স্টোরেজ, ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাক‌আপ। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণসহ এতে হালনাগাদ করার সুবিধা পাওয়া যাবে। এর মূল্য ৩৯৯ ডলার।
    আইনল নোভো ৭ ভেনাস
    বেশ সাশ্রয়ী একটি ট্যাবলেট আইনল নোভো ৭ ভেনাস। এতে রয়েছে ১২৮০ বাই ৮০০ রেজুলিউশনসমৃদ্ধ ৭ ইঞ্চি স্ক্রিন, এটিএম৭০২৯ কোয়ার কোর সিপিইউ, ১৬ গিগাবাইট স্টোরেজ, ২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ০.৩০ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ৫ থেকে ৯ ঘণ্টা ব্যাটারি সুবিধা। এতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন, যা ৪.২ সংস্করণে কম্প্যাটিবল থাকবে। এর মূল্য ১২৯ ডলার।
    স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১
    প্রয়োজনীয় নোট করাসহ, প্ল্যান করা এবং যে কোনো ধারনার স্কেচ আঁকা যাবে সহজেই। এতে রয়েছে ১২৮০ বাই ৮০০ রেজুলিউশনসমৃদ্ধ ১০.১ ইঞ্চি স্ক্রিন, ১.৪ গিগাহার্টজ ইক্সিনোস কোয়াড কোর প্রসেসর, ১৬, ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ, ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ১০ ঘণ্টা ব্যাটারি সুবিধা। এতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০ “আইসক্রিম স্যান্ডউইচ”সহ অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন এ হালনাগাদ করা যাবে। এর মূল্য ৪৯৯ ডলার।

    আসুস ট্রান্সফর্মার প্যাড ইনফিনিটি টিএফ৭০০টি
    আসুসের একটি শক্তিশালী স্টাইলিশ ট্যাবলেট এটি। পাতলা এবং হালকা এ মডেলটিতে রয়েছে ১৯২০ বাই ১২০০ রেজুলিউশনসমৃদ্ধ ৭ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, শক্তিশালী এনভিডিয়া টেগরা থ্রি কোয়াড কোর প্রসেসর, ৩২ গিগাবাইট অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ, ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ২ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ৯.৫ ঘণ্টা ব্যাটারি সুবিধা। এতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৪.০.৩ “আইসক্রিম স্যান্ডউইচ”। এর মূল্য ৪৯৯ ডলার।
    স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২ (৭ ইঞ্চি)
    সাশ্রয়ী বাজেটের একটি বহনযোগ্য ট্যাবলেট স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২ (৭ ইঞ্চি)। এটি দেখতে অনেকটা আইপ্যাড মিনির মতো। এতে রয়েছে ১০২৪ বাই ৬০০ রেজুলিউশনসমৃদ্ধ ৭ ইঞ্চি স্ক্রিন, ১ গিগাহার্টজ ডুয়াল কোর টেক্সাস ইনস্ট্রমেন্টস ওএমএপি প্রসেসর, ৮, ১৬ বা ৩২ গিগাবাইট স্টোরেজ, ৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ভিজিএ সামনের ক্যামেরা এবং ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ। এতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০ ‘আইসক্রিম স্যান্ডউইচ’সহ অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন এ হালনাগাদ করা যাবে। এর মূল্য ২০০ ডলার।
    Read more