ads
Friday, January 25, 2013
2
Friday, January 25, 2013
bdsolve
ফেসবুক হ্যাকিং সম্পর্কে কিছু কথা বলব যা আপনার না জানলেই মিস করবেন
আপনি কি ফেসবুক হ্যাকিং এর জন্য সফটওয়্যর খুঁজছেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই পোস্টটি আপনার জন্য।আপনি হয়তোবা ইন্টারনেটে বা কোন হ্যাকিং বিষয়ক ব্লগে “ফেসবুক হ্যাকিং সফটওয়্যার” বা এরকম কোন সফটওয়্যার দেখেছেন ।
যেটা ব্যবহারের জন্য এরকম কিছু নির্দেষনা দেওয়া রয়েছে—
যেটা ব্যবহারের জন্য এরকম কিছু নির্দেষনা দেওয়া রয়েছে—
১.সফটয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
২.আপনার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করান ।
৩.আপনার শিকর এর ই-মেইল আইডি প্রবেশ করান।
২.আপনার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করান ।
৩.আপনার শিকর এর ই-মেইল আইডি প্রবেশ করান।
তাহলেই কাজ শেষ ।আপনার কাংখিত পাসওয়ার্ড পেয়ে যাবেন ।
এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই ।
“আপনার কি মনে হয় যে ফেসবুক এতটাই বোকাচো***?”
“আপনার কি মনে হয় এরকম সফটওয়্যার ব্যবহার করে এক মিনিটের মধ্যে কোন আইডি হ্যাক করা সম্ভব?”
লুল ।
সত্যিটা কি জানেন?? আপনি যে নিজে হ্যাক হয়ে গেছেন সেটা কি টের পেয়েছেন?একজন বাচ্চা মানুষের মত চিন্তা না করে একজন “হ্যাকার” এর মত চিন্তা-ভাবনা করুন ,তাহলেই ব্যাপারটা বুজতে পরবেন ।
লুল ।
সত্যিটা কি জানেন?? আপনি যে নিজে হ্যাক হয়ে গেছেন সেটা কি টের পেয়েছেন?একজন বাচ্চা মানুষের মত চিন্তা না করে একজন “হ্যাকার” এর মত চিন্তা-ভাবনা করুন ,তাহলেই ব্যাপারটা বুজতে পরবেন ।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ,তাহলে এই
“ফেসবুক হ্যাকিং সফটওয়্যার” গুলো আসলে কি?
—>সত্যটা হল পৃথিবীতে এমন কোন সফটওয়্যার নেই যে আপনি শুধু মেইল আইডি দিয়ে চেয়ে থাকবেন আর পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে। যে গুলো আপনি আজ পর্যন্ত দেখছেন তার সবগুলোই হল ফেইক বা ভুয়া ।
আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন,
“আমার এক বন্ধু আমাকে একটা সাইটের লিংক দিয়েছে ,সেখানে হাজার হাজার মানুষ ফেসবুক হ্যাকিং এর সফটওয়্যার ডাউনলোড করছে।অই মিয়া, আপনি কি তাদের থেকে বেশী জানেন?”
—>আমি আপনাকে বলতে চাই. “না, অবশ্যই আমি তাদের থেকে বেশী জানি না।আমি শুধু কিভাবে আপনাকে বোকা বানানো হয় এবং ফেসবুক হ্যাকিং সফটওয়্যারগুলো আসলে কি সেটা বোঝাতে চাচ্ছি ।”
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে ,
“তাহলে এই ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং সফটওয়্যার গুলোর কাজ কি এবং কেনই বা বানানো হয়েছে?”
—>এই সফটওয়্যার গুলো বানানো হয়েছে নতুন হ্যাকারদের জন্য (যারা মাত্র হ্যাকিং শিখছে তাদেরকে নুব বলা হয়) ।মূলত হ্যাকাররাই এই সফটওয়্যারগুলো বিভিন্ন সাইটে আপলোড দিয়ে রাখে যাতে নুবরা তাদের ফাঁদে পা দেয় ।আপনি যখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করবেন, আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি ট্রোজেন হর্স ,স্পাইওয়্যার বা কি লগার ইন্সটল হয়ে যাবে যা আপনার কম্পিউটারের সব তথ্য হ্যাকারকে পাচার করে দেবে বা আপনার কম্পিউটার পুরোপুরি ধ্বংস করে দেবে ।
এখন আপনার প্রশ্ন হতে পারে,
“তাহলে ফেসবুক হ্যাকিং এর কি কোন উপায় নেই? থাকলে সেটা কি?”
—>ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং এর উপায় আছে। মূলত নিম্নোক্ত উপায়ে ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব
১.ফিশিং মেথড ।
২.সফটওয়্যার কি লগার ।
৩.হার্ডওয়্যার কি লগার ।
৪.ফায়ারশিপ ব্যবহার করে।
৫.কুকি চুরি করে।
৬.সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ।
৭.ই-মেইল অ্যাকউন্ট হ্যাক করে। (ডিকশনারি বা ব্রুটফোর্স অ্যাটাক করে )
২.সফটওয়্যার কি লগার ।
৩.হার্ডওয়্যার কি লগার ।
৪.ফায়ারশিপ ব্যবহার করে।
৫.কুকি চুরি করে।
৬.সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ।
৭.ই-মেইল অ্যাকউন্ট হ্যাক করে। (ডিকশনারি বা ব্রুটফোর্স অ্যাটাক করে )
এখনও কি আপনি ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং এর সফটওয়্যার খুঁজবেন বা পেলে সেটা ব্যবহার করবেন??? করলে করতে পারেন , আপনার মর্জি
Subscribe to:
Post Comments
(
Atom
)
2 Responses to “ ফেসবুক হ্যাকিং সম্পর্কে কিছু কথা বলব যা আপনার না জানলেই মিস করবেন ”
February 3, 2013 at 12:41 AM
vai but amar ak friend r computer e jodi ami log in kori ad kaj taj korar por log out hoar por amar friend kemney jani amar facebook emaul submit,then password ,ki kaj korlam sob text(noteped) akare bahir hoe jai.how it's possible???
February 3, 2013 at 1:00 AM
Thank you for your question
apnar bisoy ta bujeci akon ata 2 vabe hote pare akta holo jodi apni apnar friend r pc teke dukar por login korle opore save password ase jodi sekane save click koren tahole apni apnar account theke logout hoar poro sob kicu save takbe ar arek babe holo apnar friend r pc amon akta software install kora ace jeta die je keu tar pc te access korle sob information se jene jabe
Ar apni jodi sei software chan ta hole ami apnake dite parbo r ai related akta lekha post korbo apnader jonno
Thank you
Post a Comment