ads
Sunday, February 10, 2013
0
Sunday, February 10, 2013
bdsolve
নির্দিষ্ট সময়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল ফোন আপনার ঠিক করা সময়
এই সফ্ট ব্যবহার করতে পারেন নামাজের সময় মসজিদে যেন মোবাইল বেজে না উঠে তার জন্য!আপনে কতটার দিকে মসজিদে যান তা তো আপনে জানেন । ঐ সময় আপনে সেট করে রাখলে ব্যাস, মোবাইল অটো বন্ধ হয়ে যায়।
অনেক কথা বলা হল আসুন এবার শিখে নিন।ডাউনলোড করে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
এবার আপনি Option থেকে Set এ ক্লিক করুন।
এবার আপনার সেট কতটায় বন্ধ হবে তা লিখুন।
এবার Ok চাপুন।
ব্যাস্ কাজ শেষ। এবার Back চাপুন দেখবেন সফ্টটা অটো মিনিমাইজ হয়ে যাবে।এবং সময়মতো ঠিকই আপনার সেট বন্ধ হয়ে যাবে।
যেহেতু এটা একটি সিস্ সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। আমি আমার নকিয়া এন70 এবং নকিয়া 7610 তে চালিয়েছি।
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Responses to “ নির্দিষ্ট সময়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল ফোন আপনার ঠিক করা সময় ”
Post a Comment