ads

Sunday, February 3, 2013

1

মশা মারুন সফটওয়্যারের সাহায্য।না হইলে ১০০০ টাকা জরিমানা দিমু কারন আমি নিজে ব্যবহার করি...

  • Sunday, February 3, 2013
  • bdsolve

  • কি অবাক হলেন ?   অবাক হবারই কথা। আমিও দেখে প্রথমে অবাক হয়েছি।পরে খেলার ছোটে বলি ডাউনলোড করি দেখি সামান্য মেগাবাইট লাগবে ডাউনলোড করার পর
    install দিলাম আর চালু কইরা দেখি একি তেলেচমতি


    আর যখনই এর কার্যকারিতা বুঝতে পারলাম তখনি আপনাতের সাথে শেয়ার করতে বসলাম।
    আপনাদের মতামত অবশ্যই জানাবেন…… যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমাদের দৈনন্দিন জীবনে মশার যা জালা তা আশা করি কাউকে বলে বুঝাতে হবে না। আর এ মশার হাত থেকে বাচার জন্য এ পর্যন্ত কত টাকা যে খরচ করা হয়েছে তা হয়ত হিসেবের বাইরে। আর নয় টাকা খরচ। শুধু বাসায় একটা কম্পিউটার আর স্পিকার থাকলেই সহজেই পেয়ে যাবেন সমাধান। ভাবছেন কিভাবে ?? এতো না ভেবে থেকে ৩ মেগাবাইটের ছোট সফটওয়ারটি ডাইনলোড করে ইনস্টল করে নিন।
    http://www.mediafire.com/?e9ul9154tp5h94a
    ডাইনলোড

    এবার দেখুন খেলা….

    কিভাবে ব্যবহার করবেন ?



    আপনি ফ্রিকোয়েন্সি আপ ডাউন (১২-২২ কিলো হার্জ এর মধ্যে) করতে পারবেন। এই শব্দের আপডাউনের মধ্যেই নির্ভর করবে এই সফটওয়্যারের যাদুকারীতা। এটি একটু কেয়ারফুললী করবেন। দেখবেন যে কত তে রাখলে আপনার রুমের মশা ঠিক মত পালনোর পথ পাবে না।
    এর পর এর status এ যদি online এ সিলেক্ট করে রাখুন তাহলে শব্দ হওয়া শুরু হবে। আর যদি offline রাখেন তাহলে শব্দ হবে না।এবং অফলাইনে থাকাকালীন কোন কাজ হবে না। তাই অনলাইনে রাখবেন।
    এর পর ফ্রিকোয়েন্সি অটো বা ম্যানুয়াল এ রাখতে পারবেন।

    1 Responses to “ মশা মারুন সফটওয়্যারের সাহায্য।না হইলে ১০০০ টাকা জরিমানা দিমু কারন আমি নিজে ব্যবহার করি... ”

    bdsolve said...
    March 11, 2013 at 1:36 AM

    valo to


    *Important - If you want to be informed of any replies to your comment, check the "Subscribe By Email" before submitting. Please Do Not Spam

    Post a Comment