ads
Tuesday, April 23, 2013
1
Tuesday, April 23, 2013
bdsolve
উইন্ডোজে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে
আমি আমার উইন্ডোজ ৮ এ গ্রামীনফোনের ZTE MF190 মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করি। কিভাবে ????? নিচে দেখুন।
সবুজ বক্স করা জায়গাটায় খেয়াল করুন। আপনার মোডেমে যদি দেখতে পান এরকম কিছু তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস চালানো যাবে। টেলিটক ৩জি ব্যবহার করে এইচএসডিপিএ নেটওয়ার্ক। টেলিটক ৩জি ও তার ফ্লাস মোডেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান (http://www.androidkothon.com/post-id/2585)
এই টিউটোরিয়ালটির জন্য আমি ব্যবহার করেছি।
১. গ্রামীনফোনের ZTE MF190 মোডেম
২. উইন্ডোজ ৮ (৬৪ বিট)
৩. টেলিটক ৩জি সিম (১২৮কে)
৪. আমার ল্যাপটপ (ACER ASPIRE V3-571)
আচ্ছা এখন আবার কাজে আসা যাক। নিচের ছবি গুলি ফলো করেন।
“Profile Management “ এ গিয়ে ADD বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত।
Just Type Access Number/Dial Number:*99# Then Press OK আপনি আডভান্স ইউজার হয়ে থাকলে এই লিঙ্কে যান (http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html)
আডভান্স ইউজারদের জন্য আরেকটা ইমেজ দেয়া হল। দয়া করে কনফার্ম করবেন এটা
এখন এরকম কিছু একটা দেখবেন।
কানেক্ট করে ইন্টারনেট ব্যাবহার করা শুরু করেন।আর মোডেম থেকে Text Message করে নিচের ইনফর্মেশন গুলি জানতে পারেন।
সবুজ বক্স করা জায়গাটায় খেয়াল করুন। আপনার মোডেমে যদি দেখতে পান এরকম কিছু তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস চালানো যাবে। টেলিটক ৩জি ব্যবহার করে এইচএসডিপিএ নেটওয়ার্ক। টেলিটক ৩জি ও তার ফ্লাস মোডেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান (http://www.androidkothon.com/post-id/2585)
এই টিউটোরিয়ালটির জন্য আমি ব্যবহার করেছি।
১. গ্রামীনফোনের ZTE MF190 মোডেম
২. উইন্ডোজ ৮ (৬৪ বিট)
৩. টেলিটক ৩জি সিম (১২৮কে)
৪. আমার ল্যাপটপ (ACER ASPIRE V3-571)
আচ্ছা এখন আবার কাজে আসা যাক। নিচের ছবি গুলি ফলো করেন।
“Profile Management “ এ গিয়ে ADD বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত।
Just Type Access Number/Dial Number:*99# Then Press OK আপনি আডভান্স ইউজার হয়ে থাকলে এই লিঙ্কে যান (http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html)
আডভান্স ইউজারদের জন্য আরেকটা ইমেজ দেয়া হল। দয়া করে কনফার্ম করবেন এটা
এখন এরকম কিছু একটা দেখবেন।
কানেক্ট করে ইন্টারনেট ব্যাবহার করা শুরু করেন।আর মোডেম থেকে Text Message করে নিচের ইনফর্মেশন গুলি জানতে পারেন।
- ডাটা ইউজ জানার জন্য u লিখে 111 এ এসএমএস করুন।
- ব্যালেন্স জানার জন্য b লিখে 152 তে এসএমএস করুন।
- কার্ড রিচার্জ করার জন্য ১৩ ডিজিটের পিন লিখে 151 এ এসএমএস পাঠান (কার্ড রিচার্জ করার ব্যপারটা টেস্ট করে দেখি নাই। আমি টপ-আপ করি সব সময়)
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 Responses to “ উইন্ডোজে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে ”
May 8, 2021 at 7:29 PM
Nice Article Bro. Check here My Site for download Canon Service Tools
canon service tool v4905
Post a Comment