ads

Monday, April 8, 2013

0

খুব প্রয়োজনীয় ১০টি কীবোর্ড শর্টকাট দেখলে কাজে লাগবে!!!!!

  • Monday, April 8, 2013
  • bdsolve
  • চলুন তাহলে দেখে নি কিছু কাজের কীবোর্ড শর্টকাটঃ
    ১. Ctrl + C or Ctrl + Insert
    সিলেক্ট করা অবস্থায় যেকোন কিছু কপি করতে এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়।
    ২. Ctrl + V or Shift + Insert
    কোন কিছু কপি করা থাকলে তা পেস্ট করতে এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়ে থাকে।
    ৩. Ctrl + Z and Ctrl + Y
    কোন কিছু পূর্বাবস্থায় ফিরাইয়া আনার জন্য ব্যবহার করা হয় Ctrl + Z উদাহরনঃ যেমন কোন ডকুমেন্ট থেকে আপনি কোন লেখে কেটে ফেলেছেন তা পুনরায় ফিরিয়ে আনার জন্য এই কীবোর্ড শর্টকাট। তাছারা আপনি Ctrl + Z যতবার প্রেস করবেন আপনার ডকুমেন্ট ততবার পূর্বাবস্থায় ফিরে যাবে। আর Ctrl + Y প্রেস করার মাধ্যমে আপনি আপনার Undo করা ডকুমেন্ট Redo করতে পারবেন।
    ৪. Ctrl + F
    কোন ডকুমেন্ট খোলা অবস্থায় সেখান থেকে কোন কিছু খুজে বের করার জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়। আপনি আপনার ওয়েব ব্রাউজার-এ ও এই শর্টকাট ব্যবহার করতে পারবেন।
    ৫. Alt + Tab or Alt + Esc
    এর মাধ্যমে আপনি আপনার ওপেন করা প্রোগ্রাম গুলোতে জেতে পারবেন।
    টিপঃ Ctrl + Tab এর মাধ্যমেও আপনি এই কাজ করতে পারবেন।
    টিপঃ উইন্ডোজ ৭ ও ভিস্তাতে এই কাজটি  Windows Key + Tab দিয়েও করা যায়।
    ৬. Ctrl + Back space and Ctrl + Left or Right arrow
    Back space এর মাধ্যমে আমরা বামদিকে একটি করে বর্ণ কাটি আর Ctrl + Back space এর মাধ্যমে বামদিকে একটি করে শব্দ কাটা যায়।
    Ctrl + Left or Right arrow এর মাধ্যমে ডানদিকে অথবা বামদিকে একটি করে শব্দ সিলেক্ট করতে পারবেন।
    ৭. Ctrl + S
    এই শর্টকাট-টি প্রায় সব প্রোগ্রাম এর ক্ষেত্রে কাজ করে। এর মাধ্যমে আপনি যেকোন ডকুমেন্ট সেভ করতে পারবেন।
    ৮. Ctrl + Home or Ctrl + End
    এর মাধ্যমে ওপেন করা ডকুমেন্ট-এর শুরুতে এবং শেষে জেতে পারবেন।
    ৯. Ctrl + P
    কোন ওপেন করা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এর ব্যবহার হয়। Microsoft Word এ এর ব্যবহার অপেক হয়।
    ১০. Page Up, Space bar, and Page Down
    Page Up ও Page Down এর মাধ্যমে কোন ডকুমেন্ট এর এক পেজ উপর নিচে জেতে কাজে লাগে।
    আর আমরা যখন কোন ইন্টারনেট ব্রাউজার এ Space bar প্রেস করব তখন আমরা এক পেজ নিচে জেতে পারব আর যখন Shift + Space bar প্রেস করব তখন আমরা আবার এক পেজ উপরে জেতে পারি।

    0 Responses to “ খুব প্রয়োজনীয় ১০টি কীবোর্ড শর্টকাট দেখলে কাজে লাগবে!!!!! ”


    *Important - If you want to be informed of any replies to your comment, check the "Subscribe By Email" before submitting. Please Do Not Spam

    Post a Comment