ads
Thursday, May 2, 2013
1
Thursday, May 2, 2013
bdsolve
লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন
পাসওয়ার্ড যদি কেহ ব্যবহার করে তাহলে তার পাসওয়ার্ড ছাড়া আপনি কি
ভাবে কারো পিসি ওপেন করে ব্যবহার করবেন, তাহলে শুরু করুন প্রথমে আপনি যে
কম্পিউটারটি ওপেন করে ব্যবহার করতে চান তার কম্পিউটারে লাইন (পওয়ার) দিন
এবং পিসি যখন ওপেন হবার সময় আপনার কাছে পাসওয়ার্ড চানে নিচের ছবিটির মত।
পিক্সার-০১।
তখন আপনি পাসওয়ার্ড না দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরুন এবং Delete বাটনে পরপর দুইবার চাপ দিন তাহলেই আপনার সামনে একটি ডায়লক বক্স আসবে বক্সটি আসার পরে দেখুন উপরে একটি কম্পিউটার ব্যবহার কারীর নাম আছে এবং নিচের ঘরে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে এখানে আপনি উপরের গরের নামটি কেটে দিন এবং উপরের ঘরে লিখুন administrator লিখে নিচের ঘর খালি রাখুন এবং ওকে দিন, তাহলেই দেখবেন আপনার সামনে কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। আবার যারা যানে এই বিষয়ে তারা আবার administrator এ পাসওয়ার্ড দিয়ে রাখে, আর যদি আপনি administrator লিখার পরে দেখেন যে ওপেন হয় না, তাহলে আপনার administrator লেখাটি চেক করুন কোন অক্ষর লেখা আপনার ভুল হয়েছে কিনা, যদি না হয় তাহলে বুঝবেন সে administrator তে পাসওয়ার্ড ব্যবহার করেছে, আর administrator পাসওয়ার্ড ব্যবহার করে থাকলে তাহলে আপনি ওপেন করতে পারবেন না।
পিক্সার-০১।
তখন আপনি পাসওয়ার্ড না দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরুন এবং Delete বাটনে পরপর দুইবার চাপ দিন তাহলেই আপনার সামনে একটি ডায়লক বক্স আসবে বক্সটি আসার পরে দেখুন উপরে একটি কম্পিউটার ব্যবহার কারীর নাম আছে এবং নিচের ঘরে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে এখানে আপনি উপরের গরের নামটি কেটে দিন এবং উপরের ঘরে লিখুন administrator লিখে নিচের ঘর খালি রাখুন এবং ওকে দিন, তাহলেই দেখবেন আপনার সামনে কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। আবার যারা যানে এই বিষয়ে তারা আবার administrator এ পাসওয়ার্ড দিয়ে রাখে, আর যদি আপনি administrator লিখার পরে দেখেন যে ওপেন হয় না, তাহলে আপনার administrator লেখাটি চেক করুন কোন অক্ষর লেখা আপনার ভুল হয়েছে কিনা, যদি না হয় তাহলে বুঝবেন সে administrator তে পাসওয়ার্ড ব্যবহার করেছে, আর administrator পাসওয়ার্ড ব্যবহার করে থাকলে তাহলে আপনি ওপেন করতে পারবেন না।
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 Responses to “ লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন ”
April 16, 2015 at 10:00 AM
Many thanks for the exciting blog posting!
---
game for kids | baixar o whatsapp | pou
Post a Comment