ads
Monday, May 13, 2013
2
Monday, May 13, 2013
bdsolve
Facebook সহ পৃথিবীর সব বিখ্যাত সোস্যাল সাইটে এখন চ্যাট করুন মাত্র একটি সফটওয়্যার দিয়ে।চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।
ফেসবুক সহ পৃথিবীর সব সোস্যাল সাইটগুলোতে চ্যাট করুন একই সাথে। আপনার
হয়ত অনেকেই ভাবতে পারেন। চ্যাটতো ফেসবুক ওপেন করেই করা যায়। কিন্তু এই
সফটওয়্যার টার সুবিধা হল ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে চ্যাট করার জন্য
আপনার আলাদা করে ঐ ওয়েবসাইটের পেজ ওপেন করে রাখার কোন দরকার নেই। তাছাড়া
যাদের সারাদিন ফেসবুকের হোম্পেজ খুলে বসে থাকার সময় নেই তাদের জন্য এটি
অত্যন্ত জরুরি। কারন এর দ্বারা তারা থাকবেন সবসময় অনলাইন।
তাহলে এবার আমি যে মহান সফটওয়্যার এর কথা বলছিলাম সেটার কথা বলি। সফটওয়্যারটির নাম Pidgin যার বাংলা অর্থ কবুতর। এই সফটওয়্যার এর ফিচারগুলো নিচে লিখলাম।
# সম্পূর্ণ ফ্রি।
# ওপেন সোর্স সফটওয়্যার।
# এই একটি সফটওয়্যার থেকেই আপনি যেসব ওয়েবসাইটে চ্যাট করতে পারবেন সেগুলো হল AIM, Bonjour, Facebook, Gadu-Gadu, Google Talk, Nimbuzz, Group Wise, ICQ, IRC, MSN, MX It, My Space, SILC, Simple, Sametime, XMPP, Yahoo এবং Yahoo Japan।
# আপনি একাধিক একাউন্টে লগইন করলেও সব ফ্রেন্ড একই ফ্রেন্ডলিস্টে শো করবে। অর্থাৎ ধরুন আপনি একসাথে ফেসবুক এবং গুগল টক দুটোতে লগইন করলেন, তখন আপনার ফেসবুক এবং গুগল টক এর ফ্রেন্ডদের কে একই ফ্রেন্ডলিস্টে দেখানো হবে। তাই আপনি আরাম করে দুটো একাউন্ট একসাথে রান করতে পারবেন।
# অত্যন্ত ফাস্ট।
# চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।
আরো মেলা কিছু…
তাহলে দেরি না করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন Pidgin সম্পূর্ণ বিনামুল্যে
http://www.pidgin.im/download/
Offline ভার্শনটা নামালে ভাল হয়। নামিয়ে ইন্সটল করে নিন। এবার এই লিঙ্ক থেকে Facebook Plugin For Pidgin নামিয়ে নিন
Pidgin Facebook Plugin_upped_by_shovik_chowdhury.zip
তাহলে এবার আমি যে মহান সফটওয়্যার এর কথা বলছিলাম সেটার কথা বলি। সফটওয়্যারটির নাম Pidgin যার বাংলা অর্থ কবুতর। এই সফটওয়্যার এর ফিচারগুলো নিচে লিখলাম।
# সম্পূর্ণ ফ্রি।
# ওপেন সোর্স সফটওয়্যার।
# এই একটি সফটওয়্যার থেকেই আপনি যেসব ওয়েবসাইটে চ্যাট করতে পারবেন সেগুলো হল AIM, Bonjour, Facebook, Gadu-Gadu, Google Talk, Nimbuzz, Group Wise, ICQ, IRC, MSN, MX It, My Space, SILC, Simple, Sametime, XMPP, Yahoo এবং Yahoo Japan।
# আপনি একাধিক একাউন্টে লগইন করলেও সব ফ্রেন্ড একই ফ্রেন্ডলিস্টে শো করবে। অর্থাৎ ধরুন আপনি একসাথে ফেসবুক এবং গুগল টক দুটোতে লগইন করলেন, তখন আপনার ফেসবুক এবং গুগল টক এর ফ্রেন্ডদের কে একই ফ্রেন্ডলিস্টে দেখানো হবে। তাই আপনি আরাম করে দুটো একাউন্ট একসাথে রান করতে পারবেন।
# অত্যন্ত ফাস্ট।
# চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।
আরো মেলা কিছু…
তাহলে দেরি না করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন Pidgin সম্পূর্ণ বিনামুল্যে
http://www.pidgin.im/download/
Offline ভার্শনটা নামালে ভাল হয়। নামিয়ে ইন্সটল করে নিন। এবার এই লিঙ্ক থেকে Facebook Plugin For Pidgin নামিয়ে নিন
Pidgin Facebook Plugin_upped_by_shovik_chowdhury.zip
Subscribe to:
Post Comments
(
Atom
)
2 Responses to “ Facebook সহ পৃথিবীর সব বিখ্যাত সোস্যাল সাইটে এখন চ্যাট করুন মাত্র একটি সফটওয়্যার দিয়ে।চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না। ”
June 24, 2013 at 11:55 PM
dekhi kamon....:)
April 16, 2015 at 9:37 AM
Thank for sharing!Great! Thanks for such post and please keep
----
play game jogos click online free and apply baixar facebook movel online free baixar facebook
Post a Comment