ads
Tuesday, June 4, 2013
0
Tuesday, June 4, 2013
bdsolve
গুগোল ক্রোম ব্রাউজারের হোমপেজ এবার আরও আকর্ষনীয় করে তুলুন(কিছুটা উইন্ডোজ ৮-এর ছোঁয়ায়)
অনেকেরই প্রিয় ব্রাউজারের তালিকায় স্থান করে নিয়েছে গুগোল
ক্রোম।ব্যক্তিগতভাবে আমি নিজেও ক্রোম ইউজার।এই গুগোল ক্রোমের default
হোমপেজটা আমরা সকলেই চিনি।সাদা রঙয়ের ব্যাকগ্রাউন্ডে গুগোলের কিছু সার্ভিস
এর ইমেজ লিঙ্ক।প্রতিদিন এই একই হোমপেজ
দেখতে কার ভালো লাগে?কিছুটা নতুনত্ব আনা দরকার।তাই খুঁজতে শুরু করলাম।খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম।আসাধারণ একটা ক্রোম এক্সটেশন
ANTP(Awesome New Tab Page) নামেই এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার ক্রোমের হোমপেজে নিয়ে আসতে পারেন উইন্ডোজ-৮ এর ছোঁয়া।তো চলুন এবার ক্রোমের হোম পেজ পরিবর্তন করে ফেলি। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই লিঙ্কে যানঃ Install ANTP(Awesome New Tab Page)
Download Latest Software
দেখতে কার ভালো লাগে?কিছুটা নতুনত্ব আনা দরকার।তাই খুঁজতে শুরু করলাম।খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম।আসাধারণ একটা ক্রোম এক্সটেশন
ANTP(Awesome New Tab Page) নামেই এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার ক্রোমের হোমপেজে নিয়ে আসতে পারেন উইন্ডোজ-৮ এর ছোঁয়া।তো চলুন এবার ক্রোমের হোম পেজ পরিবর্তন করে ফেলি। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই লিঙ্কে যানঃ Install ANTP(Awesome New Tab Page)
নিচের ইমেজের মত একটা পেজ আসবে।Add to chrome বাটনে ক্লিক করুন।
Add to Chrome বাটনে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আসবে।এক্সটেনশন Add
করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছে।Add বাটনে ক্লিক করে অনুমতি দিয়ে
দিন। :P
অনুমতি দেওয়ার পর ব্রাউজারের নিচে দেখবেন 451 kb এর একটা ফাইল ডাউনলোড হবে।
কিছুক্ষণের মধ্যেই এক্সটেনশনটি Add হয়ে যাবে।এবং একটা Confirmation message দেখাবে।
এবার ক্রোমে নতুন একটি ট্যাব ওপেন করেই দেখুন।পরিবর্তন হয়ে গেছে আপনার
ক্রোম হোমপেজ।Start Tutorial এ ক্লিক করে এক্সটেনশনটির ব্যবহারিক টিটোরিয়াল
দেখতে পারেন।
নতুন এই হোমপেজে ফেসবুক,টুইটার,এমাজনের ওয়েবসাইটের ইমেজ লিঙ্ক দেওয়া
আছে।আপনি চাইলে আপনার পছন্দের ওয়েবসাইটটিও এখানে Add করতে পারেন।বাম
সাইডবারে দেখুন একটা তালা টাইপের আইকন রয়েছে। :D সেখানে ক্লিক করে unlock
করুন।
এখন যেই ইমেজ লিঙ্কটি আপনি ডিলেট করে দিতে চান তার উপর মাউন পয়েন্টার আনলে
নিচের ইমেজের মত X(cross) ও কাস্টমাইড বাটন দেখতে পাবেন। X(cross) বাটনে
ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে।
আপনার প্রিয় সাইটযুক্ত করার জন্য ফাঁকা স্থানে মাউস পয়েন্টার আনলে নিচের ইমেজের মত দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন
নতুন একটি উইন্ডো আসবে।Name বক্সে আপনার প্রিয় সাইটটির নাম লিখুন।URL বক্সে সাইটের URL দিন।
Background অপশনে যান।আপনার প্রিয় সাইটির ফিচার ইমেজ যুক্ত করার জন্য একটি
স্ক্রিনশট নিতে হবে।Use screenshot এ ক্লিক করুন।কনফার্মেশন মেসেজ
আসবে।Allow বাটনে ক্লিক করুন।
মূহুর্তের মধ্যেই স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে।স্ক্রিটশট নেওয়া হলে উইন্ডোটি close করে দিন।
এবার তালা বন্ধ(Unlock) করে দিন। :P
এক্সটেনশটি ভালো না লাগলে ডিলেট করে দিতে পারেন।ক্রোমের Settings এ যান।
Extension সিলেক্ট করুন।ANTP এক্সটেনশনটি Remove করে দিন।
Download Latest Software
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ গুগোল ক্রোম ব্রাউজারের হোমপেজ এবার আরও আকর্ষনীয় করে তুলুন(কিছুটা উইন্ডোজ ৮-এর ছোঁয়ায়) ”
Post a Comment