ads
Wednesday, June 19, 2013
1
Wednesday, June 19, 2013
bdsolve
র্যামকে সুস্থ সবল রাখতে অত্যান্ত জরুরী কিছু টিপস
আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের র্যাম
কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন ‘র্যামরাস’
নামের একটি সফটওয়্যারের সাহায্যে র্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়।
মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র্যামের জায়গা বৃদ্ধি করবে।
মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র্যামের জায়গা বৃদ্ধি করবে।
সবাই ভালো থাকবেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 Responses to “ র্যামকে সুস্থ সবল রাখতে অত্যান্ত জরুরী কিছু টিপস ”
March 31, 2020 at 12:51 PM
Your blog provided us with valuable information to work with. Each & every tips of your post are awesome. Thanks a lot for posting. Keep blogging. Can you guess how much these celebrities are worth? Test your knowledge with Celebrity net worth.
Post a Comment