ads

Saturday, June 22, 2013

1

কোন রকম Software ছাড়াই আপনার Modem বা ব্রডব্যান্ড Internet কে Wi-Fi করুন

  • Saturday, June 22, 2013
  • bdsolve
  • এখনতো Internet এর যোগ সাথে Wi-Fi Internet যোগ।এখন সবাই কম বেশ Wi-Fi Use করে।যাই হোক যাদের Wi-Fi নেই কিন্তু Modem ও ব্রডব্যান্ড আছে তারা কি ভাবে চালাবেন সেই আজকে আপনাদের কে জানাবো।কয়েকটি Step Follow করে আপনারা এই কাজটি আপনাদের পিসিতে করতে পারেন।আর যাদের Brodbrand তারাতো অনেক পিসি বা Mobile চালানোর সুবিধা হবে।
    First Step:
    run এ গিয়ে cmd লিখুন। এবার cmd কে Run as administrator হিসেবে চালু করুন।
    Second Step:
    এবার নিচের Code লিখুন ও Enter দিন-
    netsh wlan set hostednetwork mode=allow ssid=NAME key=PASSWORD
    এখানে NAME এর জায়গায় আপনার Wi-Fi এর নাম আর PASSWORD এর জায়গায় আপনার নিজস্ব Password দিতে পারেন।

    Third Step:
    এবার এই Code লিখে Enter দিন-
    netsh wlan start hostednetwork

    Fourth Step:
    cmd বন্ধ করে run এ জান। লিখুন ncpa.cpl. খেয়াল করুন, আপনার দেওয়া নাম দিয়ে একটি নতুন Network তৈরি হয়েছে। যার নাম হতে পারে wireless network connection 2 বা এরকম।

    Five Step:
    এবার যে Connection শেয়ার করতে চান, (ওয়াইম্যাক্স হলে wimax network connection বা ব্রডব্যান্ড হলে WAN miniport (PPPOE) নামে যেটি থাকবে) তাঁর properties এ যান। sharing ট্যাবে click করে First বক্সটিতে (allow other network users.......bla bla bla..) টিক দিন।

    Six Step:
    এবার তাঁর নিচের Drop Down  থেকে নতুন যে Network তৈরি হয়েছিল, সেটি Select করুন।

    Seven Step:
    ok দিয়ে বের হয়ে আসুন।
    আর যদি Problem হয় তাহলে Link গিয়ে Video দেখেন 

    আর Software এর মাধ্যমেও পারবেন রাওটার Software Download করতে পারেন link গিয়ে
    তবে  মেনুয়ালটা হলে Software দরকার নাই

    1 Responses to “ কোন রকম Software ছাড়াই আপনার Modem বা ব্রডব্যান্ড Internet কে Wi-Fi করুন ”

    Susan said...
    March 30, 2020 at 11:49 AM

    Great write-up, I am a big believer in commenting on blogs to inform the blog writers know that they’ve added something worthwhile to the world wide web! The official Celebrity Birthdays Android app features all of today's Celebrity birthdays celebrities including actors, singers, and social media stars.


    *Important - If you want to be informed of any replies to your comment, check the "Subscribe By Email" before submitting. Please Do Not Spam

    Post a Comment