ads
Saturday, July 27, 2013
1
Saturday, July 27, 2013
bdsolve
আসছে নোকিয়া লুমিয়া ৬২৫
প্রায় ২৯০ ডলার মূল্যে ৪.৭ ইঞ্জি ডিসপ্লেবিশিষ্ট মধ্যম রেঞ্জের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এবছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে।
মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় উইন্ডোজ ফোন
৪.৭ ইঞ্চি ডিসপ্লের লুমিয়া ৬২৫ বাজারে আনার ঘোষণা দিয়েছে নোকিয়া। এক
প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, মধ্যম রেঞ্জের ফোনটিতে রয়েছে ১.২
গিগাহার্টজ, ডুয়াল-কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা,
৫১২ এমবি র্যাম ও ৮ জিবি ধারণক্ষমতা।
নোকিয়ার নতুন ফোনের স্ক্রিনটি বেশ বড় হলেও প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোনের তুলনায় কিছুটা কম ক্ষমতার। ৮০০ বাই ৪৮০ রেজুলিউশনের স্ক্রিন রয়েছে ফোনটিতে।
এলটিই ও এইচএসপিএ প্রযুক্তি রয়েছে ফোনটিতে। এর ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্প ক্ষমতাসম্পন্ন। পলিকার্বনেট বহিরাবরণের কমলা, হলুদ, উজ্জ্বল সবুজ, সাদা ও কালো মোট পাঁচটি রংয়ে পাওয়া যাবে ডিভাইসটি।
২৯০ ডলার মূল্যের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এ বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে।
নোকিয়ার নতুন ফোনের স্ক্রিনটি বেশ বড় হলেও প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোনের তুলনায় কিছুটা কম ক্ষমতার। ৮০০ বাই ৪৮০ রেজুলিউশনের স্ক্রিন রয়েছে ফোনটিতে।
এলটিই ও এইচএসপিএ প্রযুক্তি রয়েছে ফোনটিতে। এর ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্প ক্ষমতাসম্পন্ন। পলিকার্বনেট বহিরাবরণের কমলা, হলুদ, উজ্জ্বল সবুজ, সাদা ও কালো মোট পাঁচটি রংয়ে পাওয়া যাবে ডিভাইসটি।
২৯০ ডলার মূল্যের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এ বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 Responses to “ আসছে নোকিয়া লুমিয়া ৬২৫ ”
January 31, 2020 at 1:21 PM
I recently came across your blog and have been reading along. I thought I would leave my first comment. I don't know what to say except that I have enjoyed reading. Nice blog. Looking for some inspiration for your next trip? Find great vacation ideas and inspiration from Things to do with your source for the web's best reviews and travel ...
Post a Comment