ads

Sunday, August 18, 2013

1

অপ্রয়োজনীয় ফাইল মুছে কম্পিউটার এর গতি বৃদ্ধি করুন! !

  • Sunday, August 18, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • speed

    আমরা কমপিউটার চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ কিছু ফাইল তৈরি করে,যা পরবর্তীতে উইন্ডোজের আর প্রয়োজন হয় না এবং ওই সব অপ্রয়োজনীয় ফাইলের জন্য উইন্ডোজ স্লো হয়ে যায়।তাই কমপিউটারের গতি বাড়ানোর জন্য ওই সব ফাইল মুছে ফেলা দরকার।কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরন করে আপনি ওই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন।
    ধাপগুলো হলো-
    ১.My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।
    ২.Event Viewer-এ ক্লিক করে Expand করে Application-এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্রট মেনু হতে Clear All Eventsঅপশন সিলেক্ট করুন।সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একইভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো Clear করুন।
    ৩.এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box-এ %Temp% লিখে Enter করুন।সব সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৪.একইভাবে Start > Run > Temp > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৫.একইভাবে Start > Run > Temp > Recent > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৬.একইভাবে Start > Run > Temp > Prefetch > Enter।সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।
    ৭.একইভাবে Start > Run > Tree > Enter।
    এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটা বেড়েছে।

    1 Responses to “ অপ্রয়োজনীয় ফাইল মুছে কম্পিউটার এর গতি বৃদ্ধি করুন! ! ”

    juegos kizi said...
    August 25, 2015 at 9:12 AM

    This is precisely the article I needed to read today
    ---
    play game juegos de kizi online and play game jogos de friv


    *Important - If you want to be informed of any replies to your comment, check the "Subscribe By Email" before submitting. Please Do Not Spam

    Post a Comment