ads

Tuesday, August 20, 2013

0

সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড দিন ।

  • Tuesday, August 20, 2013
  • Tohidul Islam Khan Chowdhury
  • সফটওয়্যার ছাড়া ফোল্ডারে কিভাবে পাসওয়ার্ড দেয়া নিম্নে সেটা আলোচনা করেছি।
    Folder Lock
    ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি যে ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই ফোল্ডারের ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন । এবার Send to অপশনের Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এতে ফোল্ডারটি Zip Folder-এ রুপান্তরিত হবে । এখন এই Zip Folder-এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এখন নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে যেকোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং password ও confirm password-এ একই গোপন নম্বর দিয়ে ok করুন । তারপর ফোল্ডার ওপেন করে দেখুন আপনার password সেট হয়ে গেছে ।

    0 Responses to “ সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড দিন । ”


    *Important - If you want to be informed of any replies to your comment, check the "Subscribe By Email" before submitting. Please Do Not Spam

    Post a Comment