ads
Saturday, August 24, 2013
5
Saturday, August 24, 2013
Tohidul Islam Khan Chowdhury

প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।
1. Proxyfier
2. Reconnect
প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।
Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।

এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।



এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
এবার Proxyfier ওপেন করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।

এবার নিচের চিত্রের ন্যয় করুন।


হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।



কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।
ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।
পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোড
প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।
1. Proxyfier
2. Reconnect
প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।
Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।
এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।
এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
এবার Proxyfier ওপেন করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।
এবার নিচের চিত্রের ন্যয় করুন।
হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।
কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।
ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।
Subscribe to:
Post Comments
(
Atom
)
5 Responses to “ পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোড ”
August 29, 2013 at 7:56 AM
ভাইজান, অনেক চেষ্টা করেছি। কাজ হচ্ছে না। ফ্রি সংযোগ তো দূরের কথা, জিপির একটা নেটওয়ার্ক বারও দেখাচ্ছে না। ফ্রি সংযোগের জন্য আমার করণীয় কী? দয়া করে জানাবেন।
আমার পিসি কনফিগারেশন- ৩২ বিট এর উইন্ডোজ-৭, র্যাম- ২ জিবি, জেনুইন ইনটেল পেনটিয়াম ডুয়্যাল কোর ডিজি-৩১, আরো কিছু জানতে চাইলে বলবেন। আর সম্ভব হলে hossainemran99@gmail.com-এ যোগাযোগ করবেন।
September 15, 2013 at 3:47 PM
September 15, 2013 at 3:51 PM
I can't configure the IDM for downloads.Which username and password should be used?
April 8, 2016 at 3:24 PM
cảm ơn ạ
Pirate Kings | Banana Kong |solitaire | Drag Racer V3 | Potty Racers 2 | Happy Wheels Game | Play Vex 2 | Vex 2
July 11, 2016 at 9:28 AM
Game online a lot of people who love to help them relieve stress of the moment, such as Tiny Tanks and Tiny Planes or Tiny Planes Beta is the fighting game with a pen or pencil, you have to destroy opponents before they kill you. Or Run 3 Unblocked and Hacked unblocked Gamesare skillful game controller for bears to dance to the goal without falling off a cliff. I wish you happy gaming!
Post a Comment