ads

Monday, June 3, 2013

0

আপনার এন্ড্রয়েড কে বানিয়ে ফেলুন কম্পিউটার এ Windows 7 task

  • Monday, June 3, 2013
  • bdsolve
  • Windows 7 Task Bar v1.2 APK 

    Image

    Windows 7 Task Bar play.google.com.window7.taskbar
    It's just same with Windows 7 Task Bar!
    You can multitasking and task-kill everywhere, anytime.
    Tab the start button to show/hide the task bar and Long press it to show/hide the start menu.

    In some versions of MIUI, you are supposed to check 'Show popup window' in application setting.
    Tag: taskbar quick launcher dock multi tasking apps windows8 windows7 changer switcher manager shortcut

    What's in this version: (Updated : May 30, 2013)

    improved 'Edit folders'/'Edit side menu'
    memory little bit optimized
    able to set sensitivity of gesture or drag
    able to set direction of gesture
    able to hide task manager(task kill) icon
    able to change apps' order when multi tasking in task bar
    able to set to start automatically when your phone restarts or not

    এই Windows 7 Task Bar ব্যাবহার করলে মনে হবে আপনি কম্পিউটার ব্যাবহার করসেন। খুব সুন্দর 
    screen আপনার মোবাইল এ আসবে কিছু ছবি দিলাম
    Image
    Image


    Required Android O/S : 3.0+

    ডাউনলোড/ Download
    Made By Latest software download
    Read more

    Friday, May 24, 2013

    2

    ফেসবুক একাউন্ট হ্যাকিং এর কবল থেকে বাঁচতে কয়েকটি সাধারন পদ্ধতি

  • Friday, May 24, 2013
  • bdsolve
  • আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বিগত কয়েকদিনে বিভিন্ন ব্লগসাইটে বা সোশ্যাল ওয়েবসাইটে ফেসবুক একাউন্ট হ্যাকিং এর খবর শোনা যাচ্ছে। হ্যাকার রা খুব চালাকির সাথে এসব হ্যাকিংয়ের কাজ করে যাচ্ছে। এর ফলে তারা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন ব্যাক্তিগত তথ্য। কিন্তু, একটু সাবধানতা অবলম্বন করলেই আপনি এধরনের হ্যাকার এর ফাঁদ থেকে মুক্তি পেতে পারেন।
    নিচে কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।

    জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন
    নিজের ব্যবহৃত পাসওয়ার্ড সম্পর্কে সাবধান হোন। নিজের নাম, পরিবারের নাম, কিংবা নিজের জন্মদিন কিংবা মোবাইল নম্বর ব্যবহার করবেন না। জটিল কিছু শব্দগুচ্ছ ব্যবহার করুন। capital এবং lowercase শব্দ ব্যবহার করতে পারেন। এর মাঝে ঢুকিয়ে দিতে পারেন ১-৯ এর মধ্যে কিছু সংখ্যা। পাসওয়ার্ড যত ছোট হবে হ্যাকিং এর সম্ভাবনাও তত বেড়ে যাবে। তাই পাসওয়ার্ড এর সংখ্যা ৬ এর অধিক যেমন ৮, ৯, ১২ হলে ভাল হয়। যদি পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হয় তবে এমন কিছু শব্দসমষ্টি ব্যবহার করুন যা কেবল আপনি এবং খুব কম সংখ্যক বন্ধুরা জানেন। অথবা কোন নিরাপদ স্থানে পাসওয়ার্ডটি লিখে রাখুন।
    নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন
    কয়েক সপ্তাহ বা ১-২ মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে ফেসবুকের “Forgot password?”  অপশনটি ব্যবহার করুন।
    ব্যাক্তিগত তথ্য প্রদানের ব্যাপারে মিতব্যায়ী হোন
    এর অর্থ হলো এমন কোন তথ্য প্রোফাইল ইনফো তে ব্যবহার করবেন না যা আপনার ইমেইল অথবা ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব সাইটে ব্যাক্তিগত তথ্য যত কম প্রদান করবেন ততই আপনি সুরক্ষিত।
    যাকে তাকে ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকুন
    এমন অনেক ব্যবহারকারী আছেন যারা প্রোফাইল ছবি দেখেই ফ্রেন্ড লিস্টে এড করে বসেন। কোন অপরিচিত রিকোয়েস্ট এলে তাদের ইনফো আগে যাচাই করে নিন। দেখুন তার ফ্রেন্ডলিস্টের সংখ্যা কেমন। তার অন্যান্য ইনফো সঠিক কিনা দেখুন। তাছাড়া আপনাদের মাঝে কোন ফ্রেন্ড কমন আছে কিনা তাও দেখে নিন। তারপর স্বীদ্ধান্ত নিন। এমন কাউকে লিস্টে যুক্ত করবেন না যাদের প্রোফাইল ছবি পর্যন্ত নেই।
    না জেনে কোন লিঙ্ক এ ক্লিক করবেন না
    এমন অনেক ফিশিং এয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে যারা ব্যবহারকারীদের ভুল ইনফো দিয়ে একটি ওয়েব লিঙ্ক প্রদান করে। সাবধান!
    এসব লিঙ্ক এ ক্লিক করার আগে এপলিকেশনটির Terms and Condition পড়ে নিন। কোন বন্ধুও যদি আপনাকে এধরনের লিঙ্ক এ ক্লিক করার রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তবে তা ফিশিং ওয়েবসাইট কিনা তা যাচাই করে নিন।
    মনে রাখবেন, ফেসবুক বা ফেসবুকের কোন এপলিকেশন আপনার ফেসবুকের বা ইমেইল এর পাসওয়ার্ড চাইবে না।
    ইমেইল চেকিং এ সাবধানতা অবলম্বন করুন
    হ্যকার রা এখন ফেসবুক হ্যাকিং এর ক্ষেত্রে ইমেইল কে বেছে নিয়েছে। কোন ওয়েব সার্ভিস আপনার কাছে ব্যাক্তিগত তথ্য চাইবে না। যেমন ফেসবুক কখনোই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের কোন নোটিশ ইমেইল করবেনা অথবা ব্যাক্তিগত তথ্য হালনাগাদের অজুহাত দিবে না। যদি এরকম কিছুর প্রয়োজন পড়েই তবে ফেসবুক আপনাকে হোমপেজ অথবা আপনার setting এ গিয়ে পরিবর্তনের জন্য বলবে। তাই কোন ইমেইল থেকে প্রাপ্ত Offer যাচাই না করেই তথ্য দিয়ে বসে থাকবেন না।
    ইমেইল পাসওয়ার্ড হালনাগাদ রাখুন
    এর অর্থ হচ্ছে আপনি যে ইমেইল দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করে থাকেন, সেই ইমেইল এর পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ রাখুন। তা নাহলে আপনার ইমেইল একাউন্ট হ্যাকিং হলে আপনার ফেসবুক একাউন্ট ও হ্যাকিং হতে সময় লাগবে না। এ ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, ফেসবুক একাউন্টের জন্য আলাদা একটি ইমেইল একাউন্ট ব্যবহার করুন। তাছাড়া “Security Question” অপশন টিতে কোন ব্যাক্তিগত তথ্য সম্বলিত উত্তর রাখবেন না।


    হ্যাকারের হাত থেকে ফেসবুক একাউন্টকে রক্ষা ও হ্যাক হওয়ার পরে করনীয়।

    আপনি আপনার সারাদিনের অধিকাংশ সময় ই ফেসবুকে কাটিয়ে দেন। কারণ এখানে আপনার আত্মীয় স্বজনদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ সেরে ফেলতে পারেন। আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। ক্লাসে নাগিয়েও ক্লাসে কি পড়ানো হয়েছে তা জেনে নিতে পারেন। আর আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনার বেশির ভাগ ক্লায়েন্টের সাথেই ফেসবুকের মাধম্যে যোগাযোগ করেন।  ফেসবুকে আপনার ৫০০+ বন্ধু আছে। আচ্ছা ৫০০ নাথাক অন্তত ২০০ আছে তাই না?? আপনার ভিবিন্ন ইভেন্টের অনেক গুলো ছবি রয়েছে। আপনার অনেক গুলো ইনফরমেশন রয়েছে। আর আপনি লেখক হলে তো আপনার কিছু লেখা ও থাকার কথা, তাই না? এখন এ অবস্থায় যদি আপনার ফেসবুক একাউন্টটি হ্যাক হয় তাহলে কি করবেন??  আপনার নিশ্চই অনেক খারাপ লাগবে, তাই না?? মনে হবে না আপনার সবচেয়ে প্রিয় বস্তু হারিয়ে গেছে।(* যারা প্রেম করেন তাদের কাছে গার্ল ফ্রেন্ড হারানোর মতোও মনে হতে পারে :P )।  ঐ খারাপ লাগার থেকে বাচাঁর জন্য আপনাকে এখন থেকেই সতর্ক হতে হবে। এবার কিভাবে সতর্ক হবেন তাই বলছি। আমি যা বলব তা অনেক জায়গায়ই লেখা আছে। বা অনেকেই জানেন এ সম্পর্কে। এখানে অনেক জ্ঞানী টিউনার রয়েছে।  আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি এ গুলো খুব দরকারই। আপনার একাউন্ট আপনিই বাচাতে পারেন। আমরা আমাদের পিসির সামনে বসে কিছুই করতে পারবো না।
    প্রথমে সবাই যে কথা বলে আমি ও সে কথা দিয়ে ই শুরু করি। আপনার পাসওয়ার্ডটি কঠিন দিন। Character ও Symbol  মিলিয়ে পাসওয়ার্ড দিন।
    আপনার যে  ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট খুলছেন তা আপনার প্রোফাইলে না দেখিয়ে অন্য একটা দেখান।
    আরেকটি ইমেইল আপনার একাউন্টে যোগ করে রাখুন। যাতে হ্যাক হলে ও আপনার একাউন্টটি ফিরে পেতে পারেন। অন্য আরেকটি ইমেইল এড্রেস যোগ করার জন্য আপনার একাউন্টে প্রবেশ করে Account >Account Setting  ওপেন করুন। এখানের Email Change সুবিধা থেকে অন্য আরেকটি বা একাধিক ইমেইল যোগ করে রাখুন। এবার Contact Email Address  হিসেবে নতুন ইমেইল টি দিন। এবং এটি সবার কাছ থেকে গোপন রাখুন।
    অপরিচিত মেইল পড়বেন ও না ক্লিক করা পরের কথা। যে সকল মেইল শুরু হয় Hello I am…. বা Congrats!! You won… ইত্যাদি এগুলো দেখলেই ডিলিট করে দিন।
    সাইবার ক্যাফে বা অন্য কোন কম্পিউটার থেকে আপনার একাউন্টে প্রবেশ করা থেকে ভিরত থাকুন।   আর যদি বসতেই হয় একটু সতর্ক হয়ে নিবেন কোন কী লগার আছে কিনা। যদি থাকে তাহলে তা বন্ধ করে দিন। যদিও অনেক সময় আপনি এদের সন্ধান পাবেন না। পাসওয়ার্ড সেভ করার অনুমতি চাইলে তাকে Cancel করুন। নেট  ব্যবহার করা শেষ হলে ব্রাউজিং ডাটা, কুকি ও ক্যাস গুলো মুছে আসুন। Firefox ও Google Chrome এর জন্য Ctrl+ Shift +  Delete কী গুলো একসাথে চাপুন, এবার কতক্ষণের সময়ের গুলো ডিলিট করবেন তা সিলেক্ট করে Clear Browser Data/ Clear Now তে ক্লিক করুন। ডাটা গুলো মুচে যাবে, আপনি ও নিশ্চিন্তে বাড়ি চলে যান।
    পারলে একটা লিঙ্কেড একাউন্ট রাকুন। তাহলে ঐ একাউন্ট দিয়ে ও আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন। হ্যাক হওয়ার পর যা অনেক কাজে দিবে।
    Account Security  থেকে
    When a new computer or mobile device logs into this account:
    Send me an email
    Send me a text message
    টিক মার্ক দিয়ে রাখুন। যখন কেউ অন্য কোন স্থান বা কম্পিউটার থেকে আপনার একাউন্টে প্রবেশ করবে বা আপনি নিজে প্রবেশ করতে ও একটি নাম জিজ্ঞেস করবে এবং তা আপনার ইমেইলে পাঠিয়ে দিবে। যার ফলে আপনি বুঝতে পারবেন অন্য কেউ আপনার একাউন্টে প্রবেশ করছে কিনা।
    ফেসবুকের জন্য কোথাও পাসওয়ার্ড দেওয়া লাগলে এড্রেসটি ভালো ভাবে দেখে নিন। http://www.fiacebook.com/ http://www.faceboook.com/ http://www.facebookk.com/ http://www.faccebook.com/ http://www.faccbook.com/ http://www.facebook.com/ সবগুলো দেখতে এক মনে হলে ও এক না। একটু ভালো ভাবে দেখুন কোন আসল ফেসবুকের এড্রেস। তা ছাড়া এ অনেক বড় এড্রেস যেমন http://onos.oki/facebook.com.php এরকম শেষে facebook.com এড্রেসে ক্লিক করে গিয়ে ও যদি দেখেন ফেসবুকের হোম ফেজ তাহলে ও আপনি লগইন থেকে বিরত থাকুন।
    আর যদি হ্যাক হয়ে যায় তখন পুনরায় পাওয়ার জন্য https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery এখানে যান। একটি ফরম আসবে, এটি যথা যত ভাবে পূর্ণ করুন। যাদের একাউন্ট এখনো হ্যাক হয় নি তারা গিয়ে দেখে আসুন কি কি কি ধরকার পড়ে, যে গুলো যোগাড় করে রাখন ভবিষ্যতের জন্য। ফরম পূরণ শেষ হলে Submit করুন। তাহলে ফেসবুক আপনার সাথে যোগাযোগ করবে। আপনাকে কিছু প্রশ্ন করবে তার যথাযথ উত্তর দিতে পারলে আপনি আপনার একাউন্ট আবার ফিরে পাবেন পাবেন।
    Read more

    Saturday, May 18, 2013

    3

    Grameenphon free internet without software ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন পিসিতে ব্রাউজ করুন, ফেসবুক সহ অনেক সাইট, কোন প্রকার সফটওয়ার ছাড়াই ফুলস্পিডে ।

  • Saturday, May 18, 2013
  • bdsolve
  • যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
    প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
    এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
    FREE net 1
    এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
    FREE NET 2
    প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
    free net 3
    এবার ফায়ারফক্সে Tools মেনু থেকে options এ যান ।
    fire fox 3
    এবার Advanced > Network>Settings ক্লিক করুন ।
    fire fox 4
    Manual Proxy Configuaration মার্ক  করে আইপি দিন 10.128.001.002 পোর্টে 8080 বসিয়ে Use This Proxy Server For All Protocol এ টিক দিয়ে Ok করে বের হয়ে আসুন ।
    fire fox 5
    এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
    free net6
    এবার ব্রাউজ করার পালা মনে রাখবেন ওয়েবের ঠিকানা দেয়ার আগে https:// ব্যবহার করবেন যেমন https://bdsolve.blogspot.com এভাবে যেতে হবে ।

    মনে রাখবেন http:// দিয়ে এই পদ্ধতি কাজ করবে না , https:// সাইটগুলো যেমন : ফেসবুক, গুগল , ইউটিউব সহ অসংখ্য সাইটে https:// পদ্ধতি কাজ করবে ।
    কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।
    Read more

    Monday, May 13, 2013

    2

    Facebook সহ পৃথিবীর সব বিখ্যাত সোস্যাল সাইটে এখন চ্যাট করুন মাত্র একটি সফটওয়্যার দিয়ে।চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।

  • Monday, May 13, 2013
  • bdsolve
  • ফেসবুক সহ পৃথিবীর সব সোস্যাল সাইটগুলোতে চ্যাট করুন একই সাথে। আপনার হয়ত অনেকেই ভাবতে পারেন। চ্যাটতো ফেসবুক ওপেন করেই করা যায়। কিন্তু এই সফটওয়্যার টার সুবিধা হল ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে চ্যাট করার জন্য আপনার আলাদা করে ঐ ওয়েবসাইটের পেজ ওপেন করে রাখার কোন দরকার নেই। তাছাড়া যাদের সারাদিন ফেসবুকের হোম্পেজ খুলে বসে থাকার সময় নেই তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। কারন এর দ্বারা তারা থাকবেন সবসময় অনলাইন।
    তাহলে এবার আমি যে মহান সফটওয়্যার এর কথা বলছিলাম সেটার কথা বলি। সফটওয়্যারটির নাম Pidgin যার বাংলা অর্থ কবুতর। এই সফটওয়্যার এর ফিচারগুলো নিচে লিখলাম।
    # সম্পূর্ণ ফ্রি।
    # ওপেন সোর্স সফটওয়্যার।
    # এই একটি সফটওয়্যার থেকেই আপনি যেসব ওয়েবসাইটে চ্যাট করতে পারবেন সেগুলো হল AIM, Bonjour, Facebook, Gadu-Gadu, Google Talk, Nimbuzz, Group Wise, ICQ, IRC, MSN, MX It, My Space, SILC, Simple, Sametime, XMPP, Yahoo এবং Yahoo Japan।
    # আপনি একাধিক একাউন্টে লগইন করলেও সব ফ্রেন্ড একই ফ্রেন্ডলিস্টে শো করবে। অর্থাৎ ধরুন আপনি একসাথে ফেসবুক এবং গুগল টক দুটোতে লগইন করলেন, তখন আপনার ফেসবুক এবং গুগল টক এর ফ্রেন্ডদের কে একই ফ্রেন্ডলিস্টে দেখানো হবে। তাই আপনি আরাম করে দুটো একাউন্ট একসাথে রান করতে পারবেন।
    # অত্যন্ত ফাস্ট।
    # চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।
    আরো মেলা কিছু…
    তাহলে দেরি না করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন Pidgin সম্পূর্ণ বিনামুল্যে
    http://www.pidgin.im/download/
    Offline ভার্শনটা নামালে ভাল হয়। নামিয়ে ইন্সটল করে নিন। এবার এই লিঙ্ক থেকে Facebook Plugin For Pidgin নামিয়ে নিন
    Pidgin Facebook Plugin_upped_by_shovik_chowdhury.zip
    Read more

    Friday, May 10, 2013

    2

    ১ জিবি ফাইল কে ১০ এমবি করে নেন !!! দুইটি উপায় !!

  • Friday, May 10, 2013
  • bdsolve
  • সিস্টেম নাম্বার ১:

    KGB দিয়ে কিভাবে ১০ জিবি ফাইলকে ১০ এমবি করতে হয়
    কাজ শুরু করার আগে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

    ডাউনলোড করার জন্য ক্লিক করুন >>
    MediaFire Download Link>>

    ডাউনলোড করা হয়ে গেলে ,এইবার ইন্সটল করে নিন ।মনে করি ইন্সটল করা হয়ে গেছে :D
    ডেক্সটপ এর আইকন কে ডাবল ক্লিক করে ওপেন করুন >নিচের পিক টা দেখুন


    * এবার Compress files”  ক্লিক করে  “Next” ক্লিক করুন

    * এখন KGB তে ক্লিক করে  ADD DIRECTORY ক্লিক করুন
    ফটো টা দেখুন






    Next এ ক্লিক করুন


    এখন দেখুন কাজ চলছে ,তাই একটু ওয়েট করুন , কিছু ক্ষণ পড় দেখবেন কম্প্রেড শেষ হয়ে যাবে, এই ভাবে আপনি যত খুশি করতে পারবেন ।
    এইতো গেলো সিস্টেম একটা :D

    সিস্টেম নাম্বার দুই:

    এইবার দেখাবো কিভাবে 7zip দিয়ে ১০ জিবি ফাইলকে ১০ এমবি করতে হয় :D

    প্রথমে ডাউনলোড  করে ইন্সটল করে নিন , ডাউনলোড করতে নিচে ক্লিক করুন ।
    ডাউনলোড করুন

    মনে করি ইতিমধ্যে আপনি ডাউনলোড করে ইন্সটল করেছেন :P
    তাহলে এখন আসল কাজে আসা যাক । যেই ফাইলকে কম্প্রেস করতে চান,ঐ ফাইলটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করে,পিক টা দেখুন

    নিচের ফটো টা দেখুন


    আপনি চাইলে পাসওয়ার্ড ও রাখতে পাড়েন । এছাড়া আরো অনেক কিছুই করতে পাড়েন ।
    এখন ওকে ক্লিক করুন ,কিছু ক্ষণ ওয়েট করুন ,ফাইল নিজে নিজে কম্প্রেস হবে ।
    Read more

    Wednesday, May 8, 2013

    1

    ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে

  • Wednesday, May 8, 2013
  • bdsolve
  •  ফেইসবুক এখন পৃথিবীর ১ নম্বর সোশ্যাল মিডিয়া সাইট। প্রায় সব ইন্টারনেট ইউসার ফেইসবুক এর মাধ্যমে ফ্রেন্ডএর সাথে কানেক্ট রয়েছে। ইটা আমরা জানি যে কোনো ফ্রেন্ড যদি আমাদের আনফ্রেন্ড করে সেটা আমরা জানতে পারিনা এবং সেটা ফেইসবুক notify এর মাধ্যমে জানায় না। তাই আমরা জানতে পারিনা যে কোন ফ্রেন্ড আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনাদের কে জানিয়ে দিবে যে কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করেছে।
    The all features according to developer:
    Unfriend Notifications!
    যখন কেউ আপনাকে আনফ্রেন্ড করবে আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন যে কত জন আপনাকে আনফ্রেন্ড করেছে।
     ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে
    Account Deletion Notices!
    আনফ্রেন্ড নোটিফিকেশন ছাড়াও এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, কেউ যদি তার ফেইসবুক এর প্রোফাইল delete করে বা ফেইসবুক এর প্রোফাইল কোনো রকমের পরিবর্তন আনে তাহলেও আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন।
    এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন –
     ফেইসবুক এ কেউ আনফ্রেন্ড করলে জানতে পারবেন ছোট্ট একটি অ্যাড অনস এর মাধ্যমে
    এটি ডাউনলোড করার পর ইনস্টল করার পর আপনি যেই ভাবে ফেইসবুক চালান সেই ভাবেই চালাবেন শুধু মেনু বারে একটি মেনু অতিরিক্ত যোগ হবে।
    এটি 100% Safe & Secure!
    করলাম।
    Read more

    Thursday, May 2, 2013

    1

    লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন

  • Thursday, May 2, 2013
  • bdsolve
  • পাসওয়ার্ড যদি কেহ ব্যবহার করে তাহলে তার পাসওয়ার্ড ছাড়া আপনি কি ভাবে কারো পিসি ওপেন করে ব্যবহার করবেন, তাহলে শুরু করুন প্রথমে আপনি যে কম্পিউটারটি ওপেন করে ব্যবহার করতে চান তার কম্পিউটারে লাইন (পওয়ার) দিন এবং পিসি যখন ওপেন হবার সময় আপনার কাছে পাসওয়ার্ড চানে নিচের ছবিটির মত।
    পিক্সার-০১।
    Administrator login photoAdministrator login photo
    তখন আপনি পাসওয়ার্ড না দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরুন এবং Delete বাটনে পরপর দুইবার চাপ দিন তাহলেই আপনার সামনে একটি ডায়লক বক্স আসবে বক্সটি আসার পরে দেখুন উপরে একটি কম্পিউটার ব্যবহার কারীর নাম আছে এবং নিচের ঘরে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে এখানে আপনি উপরের গরের নামটি কেটে দিন এবং উপরের ঘরে লিখুন administrator লিখে নিচের ঘর খালি রাখুন এবং ওকে দিন, তাহলেই  দেখবেন আপনার সামনে কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। আবার যারা যানে এই বিষয়ে তারা আবার administrator এ পাসওয়ার্ড দিয়ে রাখে, আর যদি আপনি administrator লিখার পরে দেখেন যে ওপেন হয় না, তাহলে আপনার administrator লেখাটি চেক করুন কোন অক্ষর লেখা আপনার ভুল হয়েছে কিনা, যদি না হয় তাহলে বুঝবেন সে administrator তে পাসওয়ার্ড ব্যবহার করেছে, আর administrator পাসওয়ার্ড ব্যবহার করে থাকলে তাহলে আপনি ওপেন করতে পারবেন না।
    Read more
    1

    “আপনার firefox browser এর browsing গতি বাড়ান”

  • bdsolve
  • address bar এ about:config লিখে enter চাপতে হবে । network.http.pipelining এর মান true দিতে হবে ।এইরকম ভাবে network.dns.disableIPV6 এবং plugin.expose_full_path এর মান true দিতে হবে ।true করতে হলে preference এর উপর ডাবল ক্লিক করতে হবে । তারপর network.http.pipelining.maxrequests এর মান 4 এর বদলে ৪ করতে হবে ।মান বসাতেও preference এর উপর ডাবল ক্লিক করে মান বসাতে হবে । এবার nglayout.intialpaint.delay নামের নতুন preference তৈরি করতে হবে এবং এর মান দিতে হবে 0। preference তৈরি করতে mouse এর ডান বাটন এ ক্লিক করে new এ ক্লিক করে ডান থেকে string/integer/boolean নির্বাচন করতে হবে তারপর preference এর নাম লিখে enter করতে হবে। তার পরবর্তী window তে value লিখে ok করতে হবে। একই ভাবে content.notify.backoffcount নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 5 । তারপর vi.submenudelay নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 7
    content.max.tokenizing.time নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 2250000 । তারপর content.notify.interval নামে নতুন integer preference তৈরি করে মান দিতে হবে 750000 . browser.cache.memory.capacity name notun integer preference তৈরি করে মান দিতে হবে 65536 ।এইবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে boolean preference তৈরি করে মান true দিতে হবে।
    তাহলেই কাজ সম্পন্ন……
    Read more

    Monday, April 29, 2013

    1

    মোবাইল নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যেতে পারবে গ্রাহক

  • Monday, April 29, 2013
  • bdsolve

  • mobile-numberবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগামী ছয় মাসের মধ্যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা এমএনপি চালু করার জন্যে কাজ শুরু করেছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত কমিশন বৈঠক থেকেই এ বিষয়ে অপারেটরদের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি’র সংশ্লিষ্ট বিভাগগুলো।

    বিটিআরসি’র চেয়ারম্যান ইতিমধ্যে এ সংশ্লিষ্ট আয়োজন করতে বিটিআরসি’র কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
    তবে বিটিআরসি’র এক নির্ভরযোগ্য সূত্র জানান, নাম্বার পোর্টেবিলিটি আধুনিক সেবা প্রযুক্তির অন্যতম হাতিয়ার। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। তবে কবে থেকে এটি কার্যকর করা হবে এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
    ২০০৮ সাল থেকে নাম্বার পোর্টেবিলিটির জন্যে কাজ করছে বিটিআরসি। এর মধ্যে গত বছর ৮ জানুয়ারি জাতীয় সংসদের টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এক বছরের মধ্যে বিটিআরসিকে এমএনপি বাস্তবায়নের নির্দেশ দেয়।
    কিন্তু তারপরে এক বছরেরও বেশী সময় চলে গেলেও এমএনপি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
    এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে একাধিকবার নীতিমালা করা হলেও এখন আর এর জন্যে আলাদা নীতিমালার প্রয়োজন হবে না। টু জি লাইসেন্স নবায়নের নীতিমালার মধ্যেই এ বিষয়টি অন্তর্ভূক্ত করে দেওয়া আছে।
    যার ফলে এখন কেবল একটি নির্দেশিকা তৈরী করে সেটি অপারেটরদের দিলেই তারা তা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন।
    তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেছেন, ‘তারা এমএনপি’র বিপক্ষে। কারণ এর ফলে নতুন অপারেটরদের সম্ভাবনা বাড়লেও তারা খানিকটা হলেও ঝুঁকিতে পড়বেন’।
    অন্যদিকে এয়ারটেলের কর্পোরেট বিভাগের প্রধান আশরাফুল হক চৌধুরী বলেছেন, ‘এর আগে দফায় দফায় তারা এমএনপি’র বিষয়ে দাবি জানালেও শেষ পর্যন্ত এটি আধারেই থেকে গেছে। এখন অনেক বিলম্ব হয়ে গেলেও এটি বাস্তবায়িত হলে তাতে গোটা দেশেরই লাভ হবে’।
    এমএনপি: এমএনপি হল মোবাইল ফোন গ্রাহকের আগের নম্বর বিদ্যমান রেখেই ইচ্ছে মতো অপারেটর বেছে নেওয়ার সুযোগ। এক্ষেত্রে কোনো গ্রাহক তার বর্তমান অপারেটরের সেবায় সন্তুষ্ঠ না হলে তার আগের নম্বর ঠিক রেখেই তিনি নতুন কোনো অপারেটরে চলে যেতে পারবেন।
    অর্থাৎ, কারো যদি এয়ারটেলের নাম্বার থাকে, এবং তিনি গ্রামীণফোনে যেতে চান, তাহলে তিনি তাঁর নাম্বারটি পরিবর্তন না করেই গ্রামীণফোনের সেবা নিতে পারবেন।
    ভারতে এই পরিবর্তনের জন্যে ১৯ রুপী করে খরচ করতে হয়। থাইল্যান্ডে খরচ করতে হয় ৯৯ বাথ করে। তবে মালয়েশিয়াতে এটি ফ্রি। ভারতে তৃতীয় অপর একটি কোম্পানি এমএনপি’র কাজ করে দিলেও বাংলাদেশের অপারেটরগুলো এর বিপক্ষে বলছে। ফলে নিজেদেরকেই এখন প্রযুক্তি স্থাপন করতে হবে।
    মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিলসহ অনেক দেশেই এখন এমএনপি আছে। পাশের দেশ ভারত ২০০১ সালে এই প্রযুক্তি গ্রহন করেছে। পরে পাকিস্তান এবং শ্রীলংকাও এমএনপি’র বাস্তাবায়ন করেছে।
    Read more