ads

Saturday, July 27, 2013

1

সেরা ৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ

  • Saturday, July 27, 2013
  • bdsolve
  • সাইবার অপরাধীদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু এখন অ্যান্ড্রয়েড। সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড ওএসের উপর সাইবার আক্রমণের ঘটনা এতই বেড়েছে যে, সাইবারজগতের দুই-তৃতীয়াংশ ভাইরাস আর ম্যালওয়্যারই লেখা হয়েছে অ্যান্ড্রয়েড ওএস আক্রমণের উদ্দেশ্যে।
    অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) জনপ্রিয়তা আর ব্যবহার বাড়ছে প্রতিদিনই। ওপেন প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম হওয়ার কারণে প্রযুক্তিপণ্য নির্মাতা আর ব্যবহারকারী উভয়ের কাছেই সমান জনপ্রিয় গুগলের এই ওএস। ঠিক একই কারণে সাইবার অপরাধীদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু এখন অ্যান্ড্রয়েড। সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড ওএসের উপর সাইবার আক্রমণের ঘটনা এতই বেড়েছে যে, সাইবারজগতের দুই-তৃতীয়াংশ ভাইরাস আর ম্যালওয়্যারই লেখা হয়েছে অ্যান্ড্রয়েড ওএস আক্রমণের উদ্দেশ্যে।
    এ অবস্থায় একাধিক শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তাপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বাজারে ছেড়েছে ম্যালওয়্যার আর ভাইরাস আক্রমণ ঠেকানোর জন্য বিশেষভাবে তৈরি অ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে বহুল প্রচলিত একাধিক সিকিউরিটি অ্যাপ পরীক্ষা করে সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপের খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজ ডেইলি।
    অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি
    পিসির ফ্রি অ্যান্টি-ভাইরাস আর সিকিউরিটি স্যুটের জন্যই সবচেয়ে জনপ্রিয় অ্যাভাস্ট সফটওয়্যারের তৈরি অ্যাপগুলো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্রতিষ্ঠানটি তৈরি করেছে অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি। বিনামূল্যে ডাউনলোড করা যাবে এটি। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হচ্ছে, এর কল আর এসএমএস ফরওয়ার্ড করার ফিচার ‘প্রাইভেসি অ্যাডভাইজার’। ফিচারটি চালু করা থাকলে অ্যান্ড্রয়েড স্মাটফোনটি হারিয়ে গেলে নিজে থেকেই ইনকামিং কলগুলোকে ফরওয়ার্ড করে দেবে পুর্বনির্ধারিত অন্য কোনো মোবাইল নম্বরে।
    এভিজি অ্যান্টিভাইরাস প্রো
    সাত কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এভিজি অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস প্রো ব্যবহার করেন। ডেটা চুরি ঠেকাতে অ্যান্টভাইরাসটির কার্যক্ষমতা নিয়ে গর্ব করে এভিজি। অ্যান্টিভাইরাসটির ফ্রি ভার্সনের ফিচারের মধ্যে রয়েছে রিমোট ওয়াইপ অ্যান্ড লক ফাংশন। বিভিন্ন অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে আছে অ্যাপ লকার এবং অ্যাপ ব্যাকআপ।
    ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি প্রো
    পিসি অ্যান্টিভাইরাস হিসেবে জনপ্রিয় ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসেরও রয়েছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি বিশেষ ভার্সন। অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার, ভাইরাস এবং ডেটা চুরি ঠেকাতে উচ্চস্তরের নিরাপত্তা দিয়ে থাকে ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি প্রো। তবে অন্যান্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপের সঙ্গে এর মূল পার্থক্য হচ্ছে স্মার্টফোনের ফ্যাক্টরি ডেটা রিসেট করার জন্য নিজ¯^ পিন কোড দিতে হয় ব্যবহারকারীকে।
    লুকআউট মোবাইল সিকিউরিটি
    ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তিন শিক্ষার্থীর বানানো মোবাইল সিকিউরিটি অ্যাপ লকআউট মোবাইল সিকিউরিটি। খুব কম সময়েই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। নতুন ম্যালওয়্যার সবার আগে চিহ্নিত করতে পারার সুনাম রয়েছে লুকআউট নির্মাতাদের। নিয়মিত আপডেট হয় এর ডেটাবেইজ, আরও রয়েছে বিভিন্ন নতুন ফিচার। অ্যাপটি ব্যবহার করার জন্য খরচ করতে হবে বছরে ৩০ ডলার।
    নরটন মোবাইল সিকিউরিটি
    পিসি অ্যান্টি-ভাইরাস এবং সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা হিসেবে বেশ পুরনো নরটন। অনেক উইন্ডোজ পিসিতেই প্রিইনস্টল করা থাকে নরটন অ্যান্টিভাইরাস। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও নরটনের রয়েছে মোবাইল সিকিউরিটি অ্যাপ, ‘নরটন মোবাইল সিকিউরিটি’। চুরি ঠেকাতে মোবাইল সিকিউরিটি অ্যাপটির রয়েছে বিশেষ অ্যান্টি-থেফট ফিচার। ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত হবে অ্যাপটি। এ ছাড়াও নতুন ম্যালওয়্যার দ্রুত চিহ্নিত করার ক্ষেত্রের নরটনের রয়েছে বিশেষ খ্যাতি।
    Source Internet
    Read more
    1

    আসছে নোকিয়া লুমিয়া ৬২৫

  • bdsolve
  • প্রায় ২৯০ ডলার মূল্যে ৪.৭ ইঞ্জি ডিসপ্লেবিশিষ্ট মধ্যম রেঞ্জের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এবছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে।
    মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় উইন্ডোজ ফোন ৪.৭ ইঞ্চি ডিসপ্লের লুমিয়া ৬২৫ বাজারে আনার ঘোষণা দিয়েছে নোকিয়া। এক প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, মধ্যম রেঞ্জের ফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ, ডুয়াল-কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ এমবি র‌্যাম ও ৮ জিবি ধারণক্ষমতা।
    নোকিয়ার নতুন ফোনের স্ক্রিনটি বেশ বড় হলেও প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোনের তুলনায় কিছুটা কম ক্ষমতার। ৮০০ বাই ৪৮০ রেজুলিউশনের স্ক্রিন রয়েছে ফোনটিতে।
    এলটিই ও এইচএসপিএ প্রযুক্তি রয়েছে ফোনটিতে। এর ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্প ক্ষমতাসম্পন্ন। পলিকার্বনেট বহিরাবরণের কমলা, হলুদ, উজ্জ্বল সবুজ, সাদা ও কালো মোট পাঁচটি রংয়ে পাওয়া যাবে ডিভাইসটি।
    ২৯০ ডলার মূল্যের নোকিয়া লুমিয়া ৬২৫ ফোনটি এ বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে।
    Read more

    Saturday, June 22, 2013

    1

    কোন রকম Software ছাড়াই আপনার Modem বা ব্রডব্যান্ড Internet কে Wi-Fi করুন

  • Saturday, June 22, 2013
  • bdsolve
  • এখনতো Internet এর যোগ সাথে Wi-Fi Internet যোগ।এখন সবাই কম বেশ Wi-Fi Use করে।যাই হোক যাদের Wi-Fi নেই কিন্তু Modem ও ব্রডব্যান্ড আছে তারা কি ভাবে চালাবেন সেই আজকে আপনাদের কে জানাবো।কয়েকটি Step Follow করে আপনারা এই কাজটি আপনাদের পিসিতে করতে পারেন।আর যাদের Brodbrand তারাতো অনেক পিসি বা Mobile চালানোর সুবিধা হবে।
    First Step:
    run এ গিয়ে cmd লিখুন। এবার cmd কে Run as administrator হিসেবে চালু করুন।
    Second Step:
    এবার নিচের Code লিখুন ও Enter দিন-
    netsh wlan set hostednetwork mode=allow ssid=NAME key=PASSWORD
    এখানে NAME এর জায়গায় আপনার Wi-Fi এর নাম আর PASSWORD এর জায়গায় আপনার নিজস্ব Password দিতে পারেন।

    Third Step:
    এবার এই Code লিখে Enter দিন-
    netsh wlan start hostednetwork

    Fourth Step:
    cmd বন্ধ করে run এ জান। লিখুন ncpa.cpl. খেয়াল করুন, আপনার দেওয়া নাম দিয়ে একটি নতুন Network তৈরি হয়েছে। যার নাম হতে পারে wireless network connection 2 বা এরকম।

    Five Step:
    এবার যে Connection শেয়ার করতে চান, (ওয়াইম্যাক্স হলে wimax network connection বা ব্রডব্যান্ড হলে WAN miniport (PPPOE) নামে যেটি থাকবে) তাঁর properties এ যান। sharing ট্যাবে click করে First বক্সটিতে (allow other network users.......bla bla bla..) টিক দিন।

    Six Step:
    এবার তাঁর নিচের Drop Down  থেকে নতুন যে Network তৈরি হয়েছিল, সেটি Select করুন।

    Seven Step:
    ok দিয়ে বের হয়ে আসুন।
    আর যদি Problem হয় তাহলে Link গিয়ে Video দেখেন 

    আর Software এর মাধ্যমেও পারবেন রাওটার Software Download করতে পারেন link গিয়ে
    তবে  মেনুয়ালটা হলে Software দরকার নাই
    Read more

    Friday, June 21, 2013

    1

    Nokia Lumia 520 আপনার প্রথম Windows Phone মাএ ১২৪৬ টাকায়।কি বিশ্বাস হচ্ছে না!!

  • Friday, June 21, 2013
  • bdsolve
  • অবশেষে, নকিয়া Lumia 520 জুন '13 বাংলাদেশ এখানে প্রকাশিত. 14950Tk দাম এটা আপনি কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারেন ।সুদের হার 0%।আপনি এই টাকা বিভিন্ন কিস্তিতে দিতে পারেন।আপনি এটা ৩,৬,৯ অথবা ১২ মাসের কিস্তিতে এই টাকা পরিশোধ করতে পারেন।।সুদের হার 0%। সুতরাং, আপনি একটি নকিয়া Lumia উইন্ডোজ ফোন মালিক 12 মাস প্রতি মাসে শুধুমাত্র 1246Tk দিতে হবে!
    আপনি এই অফার পেতে নিম্নলিখিত ব্যাংক থেকে একটি ক্রেডিট কার্ড দরকার.
    - স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
    - ব্র্যাক ব্যাংক
    - ব্যাংক এশিয়া
    - সিটি ব্যাংক

    Price and full specification - Nokia Lumia 520.
    Price14950 Tk
    Camera5 Megapixel || Video: Yes720p@30fps ; Secondary No
    InternetGPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi 802.11 a/b/g/n, dual band
    FM RadioNo
    Audio PlayerASF, MP4, AAC, AMR, MP3, M4A, WMA, 3GP, 3G2
    Video PlayerMP4, ASF, WMV, AVI, 3GP, 3G2, M4V, MOV
    First ArrivalApril, 2013
    Memory8GB Internal, 512 MB RAM
    Memory Card SlotMicroSD card slot Expandable up to 64GB
    BluetoothYes, v3.0 with A2DP
    USBYes, microUSB v2.0
    InfraredNo
    Weight124 gm
    StatusAvailable
    Display4.0" LCD CapacitiveTouch (480px * 800px)
    Talk Time14.8 Hour(2G), 9.6 Hour(3G)
    Stand By360 Hour(2G), 360 Hour(3G)
    BrowserHTML5
    JavaNo
    Other FeaturesMicrosoft Windows Phone 8, Dual-core 1 GHz Qualcomm Snapdragon™ S4 Processor, Scratch-resistant glass, 61 Hours music playback, 1430 mAh Battery, Ambient light sensor, Accelerometer, Proximity sensor, GPS, 3.5 mm audio connector



     যেতে পারেন  Medicalsuggestion
    Read more

    Wednesday, June 19, 2013

    1

    র‌্যামকে সুস্থ সবল রাখতে অত্যান্ত জরুরী কিছু টিপস

  • Wednesday, June 19, 2013
  • bdsolve
  • আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের র‌্যাম কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন ‘র‌্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‌্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়।

    মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র‌্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র‌্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র‌্যামের জায়গা বৃদ্ধি করবে।

     সবাই ভালো থাকবেন।

    Read more

    Thursday, June 13, 2013

    1

    Install Windows 8 See Screenshort(উইন্ডোজ ৮ ইনস্টল করুন সহজে স্ক্রিনশট দেখে)

  • Thursday, June 13, 2013
  • bdsolve

  • Windows 8  Install করা Very Easy, তারপর ও আপনারা অনেকই এটা Install করার Time ভুল করেন Only তাদের জন্য আমার এই Tune.
    এই Microsoft Windows  8 Install করার Process মধ্যে আমি Windows  8 এর 64 Bit Follow করছি. যদিও, 32 Bit And 68 Bit Install System Same।
    আপনার Computer DVD Drive এ   DVD Load করুন And আপনার Computer পুনরায় Start করুন। DVD Load হচ্ছে মানে আপনার Install Process Start হয়েছে.
    এখন নিচের Screenshort Follow করুন।
















    পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
    made by Latest Software Download
    Read more

    Thursday, June 6, 2013

    2

    আপনার ল্যাপটপ ব্যাটারি বেশি ব্যাকআপ ও সুরক্ষিত রাখতে চান ?

  • Thursday, June 6, 2013
  • bdsolve
  • আজ আমি আপনাদের একটা অপটিমাইজ ইউটালিটি সফটওয়ার এর কথা বলছি, যা দিয়ে আপনার ল্যাপটপের ব্যাটারি সুরক্ষিত ও ব্যাকআপ টাইম ‍দির্ঘস্থায়ী করতে পারেন।
    1 প্রথমে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করে ‍নিন।
    2 ল্যাপটপ থেকে চার্জের লাইন খুলে ফেলুন এবংWi-Fi, Bluetooth, Infrared, brightness and other settings. বন্ধ
    করেদিন।
    3 সফটওয়রটি রান> ডায়োগনস্টিক....



    Latest Software Download










    Read more

    Tuesday, June 4, 2013

    0

    গুগোল ক্রোম ব্রাউজারের হোমপেজ এবার আরও আকর্ষনীয় করে তুলুন(কিছুটা উইন্ডোজ ৮-এর ছোঁয়ায়)

  • Tuesday, June 4, 2013
  • bdsolve
  • অনেকেরই প্রিয় ব্রাউজারের তালিকায় স্থান করে নিয়েছে গুগোল ক্রোম।ব্যক্তিগতভাবে আমি নিজেও ক্রোম ইউজার।এই গুগোল ক্রোমের default হোমপেজটা আমরা সকলেই চিনি।সাদা রঙয়ের ব্যাকগ্রাউন্ডে গুগোলের কিছু সার্ভিস এর ইমেজ লিঙ্ক।প্রতিদিন এই একই হোমপেজ
    দেখতে কার ভালো লাগে?কিছুটা নতুনত্ব আনা দরকার।তাই খুঁজতে শুরু করলাম।খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম।আসাধারণ একটা ক্রোম এক্সটেশন

    chrome 01
    ANTP(Awesome New Tab Page) নামেই এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার ক্রোমের হোমপেজে নিয়ে আসতে পারেন উইন্ডোজ-৮ এর ছোঁয়া।তো চলুন এবার ক্রোমের হোম পেজ পরিবর্তন করে ফেলি। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই লিঙ্কে যানঃ Install ANTP(Awesome New Tab Page)
    নিচের ইমেজের মত একটা পেজ আসবে।Add to chrome বাটনে ক্লিক করুন।
    chrome 02
    Add to Chrome বাটনে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আসবে।এক্সটেনশন Add করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছে।Add বাটনে ক্লিক করে অনুমতি দিয়ে দিন। :P
    chrome 03
    অনুমতি দেওয়ার পর ব্রাউজারের নিচে দেখবেন 451 kb এর একটা ফাইল ডাউনলোড হবে।
    chrome 04
    কিছুক্ষণের মধ্যেই এক্সটেনশনটি Add হয়ে যাবে।এবং একটা Confirmation message দেখাবে।
    chrome 05
    এবার ক্রোমে নতুন একটি ট্যাব ওপেন করেই দেখুন।পরিবর্তন হয়ে গেছে আপনার ক্রোম হোমপেজ।Start Tutorial এ ক্লিক করে এক্সটেনশনটির ব্যবহারিক টিটোরিয়াল দেখতে পারেন।
    chrome 06
    নতুন এই হোমপেজে ফেসবুক,টুইটার,এমাজনের ওয়েবসাইটের ইমেজ লিঙ্ক দেওয়া আছে।আপনি চাইলে আপনার পছন্দের ওয়েবসাইটটিও এখানে Add করতে পারেন।বাম সাইডবারে দেখুন একটা তালা টাইপের আইকন রয়েছে। :D সেখানে ক্লিক করে unlock করুন।
    chrome 07
    এখন যেই ইমেজ লিঙ্কটি আপনি ডিলেট করে দিতে চান তার উপর মাউন পয়েন্টার আনলে নিচের ইমেজের মত X(cross) ও কাস্টমাইড বাটন দেখতে পাবেন। X(cross) বাটনে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে। chrome 08
    আপনার প্রিয় সাইটযুক্ত করার জন্য ফাঁকা স্থানে মাউস পয়েন্টার আনলে নিচের ইমেজের মত দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন
    chrome 09
    নতুন একটি উইন্ডো আসবে।Name বক্সে আপনার প্রিয় সাইটটির নাম লিখুন।URL বক্সে সাইটের URL দিন।
    chrome 10
    Background অপশনে যান।আপনার প্রিয় সাইটির ফিচার ইমেজ যুক্ত করার জন্য একটি স্ক্রিনশট নিতে হবে।Use screenshot এ ক্লিক করুন।কনফার্মেশন মেসেজ আসবে।Allow বাটনে ক্লিক করুন।
    chrome 11
    মূহুর্তের মধ্যেই স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে।স্ক্রিটশট নেওয়া হলে উইন্ডোটি close করে দিন।
    chrome 12
    এবার তালা বন্ধ(Unlock) করে দিন। :P
    chrome 13
    এক্সটেনশটি ভালো না লাগলে ডিলেট করে দিতে পারেন।ক্রোমের Settings এ যান।
    chrome 14
    Extension সিলেক্ট করুন।ANTP এক্সটেনশনটি Remove করে দিন।



    chrome 15
    Download Latest Software
    Read more

    Monday, June 3, 2013

    0

    আপনার এন্ড্রয়েড কে বানিয়ে ফেলুন কম্পিউটার এ Windows 7 task

  • Monday, June 3, 2013
  • bdsolve
  • Windows 7 Task Bar v1.2 APK 

    Image

    Windows 7 Task Bar play.google.com.window7.taskbar
    It's just same with Windows 7 Task Bar!
    You can multitasking and task-kill everywhere, anytime.
    Tab the start button to show/hide the task bar and Long press it to show/hide the start menu.

    In some versions of MIUI, you are supposed to check 'Show popup window' in application setting.
    Tag: taskbar quick launcher dock multi tasking apps windows8 windows7 changer switcher manager shortcut

    What's in this version: (Updated : May 30, 2013)

    improved 'Edit folders'/'Edit side menu'
    memory little bit optimized
    able to set sensitivity of gesture or drag
    able to set direction of gesture
    able to hide task manager(task kill) icon
    able to change apps' order when multi tasking in task bar
    able to set to start automatically when your phone restarts or not

    এই Windows 7 Task Bar ব্যাবহার করলে মনে হবে আপনি কম্পিউটার ব্যাবহার করসেন। খুব সুন্দর 
    screen আপনার মোবাইল এ আসবে কিছু ছবি দিলাম
    Image
    Image


    Required Android O/S : 3.0+

    ডাউনলোড/ Download
    Made By Latest software download
    Read more